1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়াকে অভিনন্দন

১৩ সেপ্টেম্বর ২০১৩

আসাদ সরকারের রাসায়নিক অস্ত্র নিরোধ চুক্তি স্বাক্ষর সংক্রান্ত তথ্য পেয়ে সিরিয়াকে অভিনন্দন জানিয়েছে চীন৷ রুশ প্রেসিডেন্ট বলেছেন, সিরিয়ার এ উদ্যোগকে সবার স্বাগত জানানো উচিত৷ জন কেরি অবশ্য পুরো বিষয়টি নিয়ে সন্দিহান৷

https://p.dw.com/p/19gxe
U.S. Secretary of State John Kerry gestures next to Russian Foreign Minister Sergey Lavrov (R) as they speak to the media before their meeting to discuss the ongoing crisis in Syria, in Geneva September 12, 2013. Syria applied on Thursday to sign up to the global ban on chemical weapons, a major first step in a Russian-backed plan that would see it abandon its arsenal of poison gas to avert U.S. military strikes. REUTERS/Larry Downing (SWITZERLAND - Tags: POLITICS CONFLICT MILITARY)
ছবি: Reuters

জেনেভায় শুরু হয়েছে সিরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-এর বৈঠক৷ সেখানে রাসায়নিক অস্ত্র নিরোধ সংক্রান্ত সিরিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার শুরুতেই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কেরি৷ সিরিয়া চায়, রাসায়নিক অস্ত্র নিরোধ চুক্তি স্বাক্ষরের ৩০ দিন পর জাতিসংঘের বিশেষজ্ঞরা গিয়ে অস্ত্রের মজুদ পরীক্ষা করুক৷ কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন. ‘‘সিরিয়া সরকার যে আচরণ করছে তার আলোকে আমাদের বিবেচনায় এই মুহূর্তে এই প্রক্রিয়ার কোনো সাধারণ মানদণ্ড নেই৷ '' শেষ পর্যন্ত সিরিয়া শর্ত না মানলে সে দেশকে তার পরিণাম ভোগ করতে হবে বলে উঙ্গিত দেন কেরি৷

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ কেরির নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি৷ লাভরভের সঙ্গে বৈঠক শেষে জন কেরির জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত লাখতার ব্রাহিমির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে৷

জন কেরি সিরিয়ার প্রস্তাব নিয়ে সন্দিহান হলেও চীন এবং রাশিয়া সন্তুষ্ট৷ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিরোধ চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেছেন, ‘‘আমি মনে করি, সিরিয়ার এ সিদ্ধান্তকে সবার স্বাগত জানানো উচিত৷ আশা করি সিরিয়া সংকট নিরসনে এটা খুব বড় ভূমিকা রাখবে৷''

তবে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে সিরিয়ার রাসায়নিক অস্ত্র প্রত্যাহার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া ইতিমধ্যে রাসায়নিক অস্ত্র অন্য জায়গায় সরিয়ে নিতে শুরু করেছে৷

এসিবি/এসবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য