1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় ইসরায়েলের উদ্ধার তৎপরতা

২২ জুলাই ২০১৮

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে মানবাধিকার সংস্থা হোয়াইট হেলমেটসের ৮০০ কর্মীকে উদ্ধার করে জর্ডানে পাঠিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী৷ সিরিয়া যুদ্ধে এটিই দেশটির এ ধরনের প্রথম হস্তক্ষেপ৷

https://p.dw.com/p/31sW3
Syrien Angriffe auf Alleppo
ছবি: Getty Images/AFP/T. Mohammed

উদ্ধার হওয়াদের মধ্যে হোয়াইট হেলমেটস সদস্যদের অনেকের পরিবারের সদস্যও রয়েছেন৷ দক্ষিণ-পশ্চিমের বিপজ্জনক সীমান্তবর্তী এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের আর্মি রেডিও৷

ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, ‘কেবলই মানবিক দিক বিবেচনায়' এবং ‘নিশ্চিত প্রাণহানি' এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র ও একাধিক ইউরোপীয় দেশের অনুরোধে এই উদ্ধার কাজ চালানো হয়েছে৷

জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৮০০ সিরিয়ান নাগরিককে সেদেশে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে, এবং তাঁরা পরবর্তী তিন মাসের মধ্যে ব্রিটেন, জার্মানি ও ক্যানাডায় চলে যাবেন৷

‘‘মানবিক কারণে এই অনুরোধ বিবেচনা করা হয়েছে'', জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ আল-কায়েদ৷

ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়ান ফ্রিল্যান্ড জানিয়েছেন, ‘হোয়াইট হেলমেটস ও তাঁদের পরিবারের সদস্যদের রক্ষায়' তাঁর দেশ ব্রিটেন ও জার্মানির সাথে কাজ করছে৷

এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘‘আমরা এই সাহসী ও পরার্থপর মানুষগুলোর প্রতি অন্তর থেকে দায়িত্ব অনুভব করি৷''

এগিয়ে যাচ্ছে আসাদ বাহিনী

রাশিয়া-সমর্থিত সরকারি বাহিনী সিরিয়ার দক্ষিণে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় নতুন করে হামলা জোরদারের পর লক্ষ লক্ষ সিরিয়ান বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন৷

আসাদ বাহিনী কুনাইত্রা প্রদেশের কাছাকাছি চলে আসার পর হোয়াটস হেলমেটসের সদস্যদের সরিয়ে নেয়ার অনুরোধ করা হয় ইসরায়েলকে৷ এই প্রদেশের সাথে ইসরায়েলী দখলে থাকা গোলান হাইটস, জর্ডান এবং লেবাননের সীমান্ত রয়েছে৷ মার্কিন কর্মকর্তাদের আশংকা ছিল, সরকারি বাহিনীর আক্রোশের শিকার হতে পারেন হোয়াইটস হেলমেটসের স্বেচ্ছাসেবীরা৷

আট বছর ধরে চলা গৃহযুদ্ধে এই প্রথম কোনো সিরীয় নাগরিককে নিজেদের সীমান্ত অতিক্রম করতে দিলো ইসরায়েল৷ তবে দেশটির সেনাবাহিনী বলছে, এর ফলে সিরিয়া সংকটে ‘হস্তক্ষেপ না করার নীতি' থেকে সরে আসেনি দেশটি৷

‘‘সিরিয়া সংকটে ইসরায়েল এখনও হস্তক্ষেপ না করার নীতি বজায় রেখে চলেছে৷ পাশাপাশি ইসরায়েল এটাও মনে করে যে, সিরিয়ার মধ্যে ঘটমান সকল ঘটনার জন্য দেশটির সরকারই দায়ী'', এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী৷

স্বেচ্ছাসেবী হোয়াইট হেলমেটস আনুষ্ঠানিকভাবে সিরিয়ান সিভিল ডিফেন্স নামে পরিচিত৷ ২০১৩ সাল থেকে বিদ্রোহি-অধ্যুষিত এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে আসছে সংস্থাটি৷ সরকারি বাহিনীর বিমান হামলার সময় হাজার হাজার বেসামরিক নাগরিকের প্রাণ রক্ষায় ভূমিকা রেখে চলেছে হোয়াইট হেলমেটস৷

এডিকে/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য