1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার প্রেসিডেন্টকে ‘হলুদ কার্ড’ দেখালো বিক্ষোভকারীরা

১৬ এপ্রিল ২০১১

সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন প্রথমবারের মতো রাজধানীতে পৌঁছেছে৷ সেখানে বিক্ষোভ থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ‘হলুদ কার্ড’ দেখিয়ে সতর্ক করে দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/10uYB
প্রেসিডেন্ট বাশার আল আসাদছবি: AP

হলুদ কার্ড

ফুটবলে যেমন হলুদ কার্ড দেখিয়ে খেলোয়াড়দের সতর্ক করে দেয়া হয় তেমনি সতর্ক করে দেয়া হলো প্রেসিডেন্ট আসাদকে৷ বার্তা সংস্থা এপি বলছে রাজধানী দামাস্কাসে বিক্ষোভকারীদের হাতে ছিল এই হলুদ কার্ড৷ প্রয়োজনে লাল কার্ড দেখানো হবে বলে জানিয়েছেন তারা৷ শুক্রবার প্রথমবারের মতো দামাস্কাসে বিক্ষোভ অনুষ্ঠিত হয়৷ যেটা শুরু হয়েছিল ঠিক একমাস আগে আরেক শহর ডেরা'তে৷ দামাস্কাস ছাড়াও বিক্ষোভ হয়েছে অন্যান্য শহরেও৷ গতকালের এই বিক্ষোভ এখন পর্যন্ত সবচেয়ে বড় বলে বিশ্লেষকরা বলছেন৷ নিরাপত্তা বাহিনী দামাস্কাসের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে খবর পাওয়া গেছে৷

দাবি

দাবি দুটো৷ এর মধ্যে একটা অবশ্যই প্রেসিডেন্ট আসাদের পদত্যাগ, যিনি গত ১১ বছর ধরে ক্ষমতায় রয়েছেন৷ তার চেয়ে বড় কথা তাঁর পরিবার গত প্রায় ৫০ বছর ধরে সিরিয়া শাসন করছে৷ এছাড়া দেশটিতে একটি বিশেষ আইন প্রচলিত রয়েছে, যে কারণে পাঁচের অধিক ব্যক্তিকে একসঙ্গে জড়ো হতে পারে না৷ এই আইন বাতিল বিক্ষোভকারীদের আরেকটি দাবি৷

আসাদ কী বলছেন?

আন্দোলন থামাত তিনি দুদিন আগে নতুন সরকার গঠন করেছেন৷ এছাড়া বেশ কিছু রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছেন৷ আর সংখ্যালঘু কুর্দিদের সিরিয়ার নাগরিকত্ব দিয়েছেন, যেটা অনেকের দাবি ছিল৷ কিন্তু এসব ঘোষণা বিক্ষোভকারীদের সন্তুষ্ট করতে পারছে না৷

বিশ্বের প্রতিক্রিয়া

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন নিজের নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে সিরিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷ এর আগে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সরকারের সহিংসতার নিন্দা জানিয়েছে৷ উল্লেখ্য, গত এক মাসের আন্দোলনে এ পর্যন্ত প্রায় ২০০ লোক নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো বলছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম