1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ালের কল্যাণে ভাবমূর্তির উন্নতি

৭ জুন ২০১৯

অনেক টেলিভিশন সিরিয়াল দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও জনপ্রিয় হয়ে পড়ে৷ গেম অফ থ্রোনস তার অন্যতম দৃষ্টান্ত৷ সিরিয়ালের অনেক দৃশ্যের প্রেক্ষাপট হিসেবে উত্তর আয়ারল্যান্ড পর্যটকদের কাছে বিশেষ কদর পাচ্ছে৷

https://p.dw.com/p/3K0Di
USA Emmy Awards 2018 Game Of Thrones
ছবি: picture-alliance/Faye Sadou/MediaPunch

‘গেম অফ থ্রোনস' সিরিয়ালের জগত ওয়েস্টারস-এ স্বাগতম৷ উত্তর আয়ারল্যান্ড নামেই জায়গাটি বেশি পরিচিত৷ সেখানে গত ১০ বছর ধরে গোটা বিশ্বে জনপ্রিয় এই সিরিয়ালের অনেক দৃশ্যের শুটিং করা হয়েছে৷ টুরিস্ট গাইড রিচার্ড হজেন এ বিষয়ে বলেন, ‘‘এইচবিও চ্যানেল ও গেম অফ থ্রোনসের উত্তর আয়ারল্যান্ডে আসার অন্যতম প্রধান কারণ আমাদের অসাধারণ নিসর্গ৷ এই প্রদেশের ছয়টি জেলার প্রত্যেকটির মধ্যে ভূতাত্ত্বিক ও নিসর্গের বিচারে পার্থক্য রয়েছে৷''

রিচার্ড হজেন নিজে গেম অফ থ্রোনসের দুটি সিজনে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন৷ এখন তিনি পর্যটকদের শুটিং-এর জায়গাগুলি ঘুরিয়ে দেখান৷ সিরিয়ালের অনুরাগীরা মূল পটভূমি দেখার সুযোগ পান৷ যেমন বেলফাস্ট শহরের দক্ষিণে দ্বাদশ শতাব্দীর ইঞ্চ অ্যাবি মনাস্ট্রি৷ চাইলে এক মুহূর্তের জন্য ওয়েস্টারস-এর নাইট হওয়া যায়৷

গেম অফ থ্রোনস-এর প্রেক্ষাপট এক কাল্পনিক জগত৷ সেখানে একাধিক পরিবার ওয়েস্টারস মহাদেশের নিয়ন্ত্রণ পেতে সংগ্রাম চালাচ্ছে৷ একই সঙ্গে সব জাতিকে বাইরের শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হচ্ছে৷

শুটিং-এর জন্য উত্তর আয়ারল্যান্ডের অসংখ্য দুর্গ ও ধ্বংসাবশেষের মধ্যে কয়েকটি বেছে নেওয়া হয়েছিল৷ যেমন পঞ্চদশ শতাব্দীর অডলিস কাসলের টাওয়ার৷ কাসল ওয়ার্ড ম্যানর হাউসকে সিরিয়ালে উইন্টারফেল দুর্গ হিসেবে তুলে ধরা হয়েছে৷ গেম অফ থ্রোনসের অন্যতম প্রধান প্রেক্ষাপট এই স্থান৷ বাস্তবের সঙ্গে কল্পনার তেমন মিল নেই৷ কারণ সিরিয়ালের জন্য অষ্টাদশ শতাব্দীর ভবনটি বড় ছোট মনে হয়েছিল৷ তাই ডিজিটাল পদ্ধতিতে তার আকার-আয়তন বাড়িয়ে দেওয়া হয়েছে৷

রিচার্ড হজেন শুটিং-এর কিছু রহস্য উন্মোচন করে বলেন, ‘‘পেছনে আপনারা টেলিভিশন শিল্পের দুটি জাদুময় শব্দ দেখতে পাচ্ছেন, আর তা হলো ‘গ্রিন স্ক্রিন'৷ সেই পর্দার উপরই ম্যাজিক ঘটে৷ সবুজ পর্দা ব্যবহার করে টেলিভিশন শিল্প প্রয়োজনমতো যে কোনো প্রেক্ষাপট ফুটিয়ে তুলতে পেরেছে৷ এ ক্ষেত্রে তারা টাওয়ারটি বেছে নিয়ে সামান্য রদবদল করে এভাবে শট বদলে দিয়েছে৷''

টলিমোর ফরেস্ট নামের জঙ্গলকে উইন্টারফেল দুর্গের সংলগ্ন এলাকায় রূপান্তরিত করা হয়েছে৷ আশেপাশের দুর্গের তুলনায় সেখানকার কিছু জায়গা সহজে চেনা যায়৷ যেমন শিমনা নদীর উপর আল্টাভেডি সেতু৷ সিরিয়ালে এই জায়গায় ‘ডায়ারউল্ফ' ছানাদের পাওয়া গিয়েছিল৷ কাহিনির পরের পর্যায়ে এই প্রাণীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷

আটটি সিজন বা মরসুমের পর কাল্পনিক এই সিরিয়াল শেষ হচ্ছে৷ তবে গেম অফ থ্রোনসের স্মৃতি ও শুটিং-এর ঘটনা কখনো মিলিয়ে যাবে না৷ টুরিস্ট গাইড হিসেবে রিচার্ড হজেন মনে করেন, ‘‘বেলফাস্ট তথা উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে গেম অফ থ্রোনসের নাম চিরকাল জড়িয়ে থাকবে৷ অর্থাৎ যতকাল এই শো-এর নাম মনে থাকবে৷ সারা জীবন উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দা  হিসেবে আমি এ জন্য অত্যন্ত গর্বিত৷ অতীতে অনেক নেতিবাচক কারণের সঙ্গে এই প্রদেশের নাম জড়িয়ে পড়েছে৷ তাই ইতিবাচক ভাবমূর্তি পেয়ে খুব ভালো লাগছে৷''

কখনো হয়তো ওয়েস্টারস আবার উত্তর আয়ারল্যান্ডে ফিরে যাবে৷ গেম অফ থ্রোনসের কাহিনির আগের ইতিহাস নিয়ে একটি সিরিয়ালের পরিকল্পনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে৷

রুবেন কালুস/এসবি