1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইডেনের আকর্ষণীয় দ্বীপে পর্যটকদের ঢল

১২ জানুয়ারি ২০১৮

সুইডেনের ওলান্ড দ্বীপ পর্যটকদের কাছে খুবই প্রিয়৷ সেখানে রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাসও রয়েছে৷ দ্বীপের অতীত চরিত্র এখনো পুরোপুরি হারিয়ে যায়নি৷ ভবিষ্যতের জন্যও তা সংরক্ষণ করার উদ্যোগ চলছে৷

https://p.dw.com/p/2qja5
Lappland Landschaft Natur
ছবি: imago/blickwinkel

ওলান্ড দ্বীপে বেড়াতে গেলে সাধারণত সেতু পেরিয়েই যাত্রা শুরু হয়৷ হেমন্ত এলে দ্বীপের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রুক্ষ হয়ে ওঠে৷ যারা শান্ত পরিবেশ পছন্দ করেন, তাঁদের জন্য এটাই সেরা সময়৷ কারণ বাকি সময় পর্যটকদের ভিড় লেগে থাকে৷ তখন ওলান্ড দ্বীপের অপূর্ব প্রকৃতির স্বাদ পাওয়া কঠিন হয়৷

প্রায় ১৩৭ কিলোমিটার দীর্ঘ দ্বীপের উপকূলের সব প্রান্তেই একটি করে লাইটহাউস রয়েছে৷ উত্তরে তার নাম লম্বা এরিক৷ ওলান্ড স্থানীয় ইতিহাস মিউজিয়ামের ইয়ুলিউস সেয়েফ বলেন, ‘‘এই দ্বীপে সমুদ্রযাত্রার দীর্ঘ ঐতিহ্য রয়েছে৷ লাইটহাউসগুলি তারই চিহ্ন৷ দ্বীপের ঠিক সামনের জলপথে অনেক বাধা রয়েছে৷ তাই এতগুলি লাইটহাউস রয়েছে৷ দু'টি বড়, অন্যগুলি ছোট৷''

উইন্ড মিলও দ্বীপের নিসর্গের অবিচ্ছেদ্য অঙ্গ৷ আজ বেশিরভাগ মিলই অচল৷ আগে সারা বছর সমুদ্রের বাতাসের ধাক্কায় পাখা ঘুরতো৷ এখানকার কৃষিকাজে সেগুলির বিশেষ গুরুত্ব ছিল৷ ইয়ুলিউস সেয়েফ বলেন, ‘‘একটা সময় ছিল, যখন দ্বীপের প্রায় সব চাষির বাড়িতে নিজেদের চাহিদা মেটাতে উইন্ডমিল ছিল৷ ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ওলান্ড দ্বীপে প্রায় ২,০০০ মিল ছিল৷''

রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাস আছে যে দ্বীপে

দ্বীপের সোললিডেন দুর্গও একটা বড় আকর্ষণ৷ ওলান্ড দ্বীপের সুবাতাস গ্রহণ করতে বিংশ শতাব্দীর শুরুতে সুইডেনের তৎকালীন রানি ভিক্টোরিয়া গ্রীষ্মকালীন আবাস হিসেবে দুর্গটি তৈরি করিয়েছিলেন৷ দুর্গের বাগানটি আজও এক দৃষ্টব্য৷ দুর্গের প্রতিনিধি আনা শিবলি বলেন, ‘‘দুর্গের বাগানের সবচেয়ে প্রাচীন অংশে এক ইংলিশ পার্ক ও এক ইটালীয় বাগান রয়েছে৷ রানি ভিক্টোরিয়ার আমলেই এগুলি তৈরি হয়েছিল৷ তাছাড়া পরে কিছু অংশ যোগ হয়েছে৷ আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে পার্কের রক্ষণাবেক্ষণ করি, যাতে ভবিষ্যতেও সেটি আকর্ষণীয় হয়ে থাকে৷''

পর্যটকদের কাছে সোললিডেন দুর্গ অত্যন্ত প্রিয় গন্তব্য৷ কার্ল গুস্তাফ, সিলভিয়া ও রাজপরিবারের সদস্যরা গ্রীষ্মকালে কোথায় যান, পর্যটকরা একবার সেই জায়গা দেখতে চান৷

আন্টিয়ে বিন্ডার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান