1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুন্দা রানীর যুদ্ধ জয়ের গল্প

২৭ আগস্ট ২০১৮

নওগাঁর সুন্দা রানী তাঁর এলাকার একমাত্র নারী অটোরিক্সা চালক৷ বর্তমানে জীবনে সচ্ছ্বলতা এলেও তাঁর জীবন সংগ্রামের গল্পটা দীর্ঘ৷

https://p.dw.com/p/33pcf

অল্প বয়সে বাবার ফেলে রেখে যাওয়া, টাকার অভাবে বিয়ে না হওয়া, পড়াশুনা করতে না পারা – এ সব কিছুকেই জয় করে নিয়েছেন নওগাঁর সুন্দা রানী৷ মানুষের বাড়িতে কাজ করা বাদ দিয়ে স্বেচ্ছায়, নিজ চেষ্টায় তিনি আজ এলাকায় একমাত্র নারী অটোরিক্সা চালক৷ শুরুটা হয়েছিল মানুষের অটোরিক্সা চালিয়ে, ঋণ নিয়ে এখন অটোরিক্সা কিনে নিজেরটা নিজেই চালান৷ মা এবং ভাই-বোনের দায়িত্ব পালনের পাশাপাশি এখন সংসারে সর্বত্র সচ্ছ্বলতা নিয়ে এসেছেন তিনি৷