1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুবিধাবঞ্চিতদের টিকা দিতে আগ্রহী স্বাস্থ্যমন্ত্রী

২৭ মে ২০২১

জার্মানির টিকাদান কর্মসূচিতে সামাজিকভাবে সুবিধাবঞ্চিতদের দিকে আরও বেশি মনোযোগ দিতে আগ্রহী স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান৷

https://p.dw.com/p/3u3Qt
ছবি: imago images/Jochen Eckel

সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা যাতে সহজে টিকা নিতে পারেন সেজন্য মসজিদ, গির্জা, সুপারমার্কেটের সামনে কিংবা খোলা বাজারে টিকাদানের ব্যবস্থা করার কথা বলেন স্পান ৷ টিকার জন্য ডাক্তারকে ফোন করা কিংবা অনলাইনে টিকাকেন্দ্রে নিবন্ধন করা যাদের পক্ষে একটি বাঁধা তাদের সহজ উপায়ে টিকা নেওয়ার সুযোগ করে দিতে হবে বলে জানান তিনি৷

 বৃহস্পতিবার বিকেলে, চ্যান্সেলর ম্যার্কেল এবং বিভিন্ন  রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রেসিডেন্টদের সাথে টিকাদানের অগ্রগতি নিয়ে আলোচনা হবে৷  এটাকে টিকাদান প্রক্রিয়ার অন্তর্বর্তীকালীন শীর্ষ সম্মেলন বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী স্পান৷ জার্মানিতে টিকাদান প্রক্রিয়ার গতি বাড়ায় ৪০ শতাংশেরও বেশি মানুষ ভ্যাকসিনের অন্তত প্রথম ডোজ পেয়ে গেছেন৷

যারা এখনও টিকার নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট পায়নি তাদের আরো একটু ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ৷ তবে এই অপেক্ষা মানে আর মাস নয়, কেবল সপ্তাহের ব্যপার বলে আশ্বাস দিয়েছেন তিনি৷  

এনএস/কেএম (এএপপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য