1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত

১৯ আগস্ট ২০২০

বলিউডের তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তদন্ত করবে সিবিআই। সুপ্রিম কোর্ট বুধবার এই নির্দেশ দিয়েছে।

https://p.dw.com/p/3hBFj
ছবি: Getty Images/AFP/S. Jaiswal

গত ১৪ জুন মারা গেছেন সুশান্ত সিং রাজপুত। তারপর মহারাষ্ট্র পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, অবসাদে ভুগতে থাকা সুশান্ত আত্মহত্যা করেছেন। সুশান্তের মৃত্যু নিয়ে বলিউডে আলোড়ন দেখা দেয়। অভিযোগের আঙুল ওঠে কিছু প্রখ্যাত পরিচালক ও অভিনেতার বিরুদ্ধে। পাশাপাশি প্রশ্ন ওঠে, সুশান্তের মৃত্যু কি হত্যা না আত্মহত্যা? মহারাষ্ট্র পুলিশ যখন তদন্ত করছিল, তখন বিহারে সুশান্তের বাবা আলাদা করে পুলিশের কাছে হত্যার অভিযোগ দায়ের করেন। বিহার পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। তারপর বিহার সরকার সিবিআই তদন্তের জন্য কেন্দ্রের কাছে আবেদন করে।

সিবিআই ও বিহার পুলিশের তদন্তের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন সুশান্তের বাঙালি গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবার ও কিছু ফ্যান রিয়ার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করে। রিয়ার আবেদন নিয়েই সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চের রায় হলো, সুশান্তের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। বিহার পুলিশ যে এফআইআর করেছে তা বৈধ। তার ভিত্তিতে বিহার সরকার যে সিবিআই তদন্ত চেয়েছে সেটাও বৈধ। মহারাষ্ট্র সরকারকে সিবিআই তদন্তের কাজে সবরকম সহযোগিতা করতে হবে। কারণ, এটা আদালত নির্দেশিত সিবিআই তদন্ত। আর রিয়া নিজেও জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলে তাঁর তা মানতে অসুবিধা নেই। তাই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

এই রায়ের পরই সিবিআই দল মুম্বই পৌঁছে গেছে। তারা মুম্বই পুলিশের কাছ থেকে কেস ডায়েরি চাইবে। পোস্ট মর্টেম রিপোর্টও চাওয়া হবে। মুম্বই পুলিশ তদন্তে কতটা এগিয়েছে তাও জানতে চাওয়া হবে।

রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে বিবৃতি দিয়ে বলেছেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হলো, ''বিহার ও মহারাষ্ট্র একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করেছে। তাই তাঁরা মামলার তদন্তের ভার সিবিআইকে দিয়েছেন। সিবিআই ডাকলে রিয়া যাবেন ও জেরার মুখোমুখি হবেন। এর আগে বিহার পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে জেরা করেছে।''

বিশেষজ্ঞদের একাংশ অন্য একটা প্রশ্ন তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, মূল ঘটনাটা ঘটেছিল মহারাষ্ট্রে। তাই সেখানকার পুলিশ তদন্ত করবে সেটাই স্বাভাবিক। মহারাষ্ট্রে ঘটনা ঘটলো, বিহারে এফআইআর হলো, সেখানকার পুলিশ তদন্ত করল এটা কী করে হতে পারে। এরপর যদি পশ্চিমবঙ্গের কোনো মামলায় উত্তরপ্রদেশ পুলিশে কেউ এফআইআর করেন, তাহলে কি উত্তরপ্রদেশ পুলিশ পশ্চিমবঙ্গে তদন্ত করতে যাবে? আবার কিছু বিশেষজ্ঞের মতে, বিহারে ভোট আসন্ন। সুশান্তের বিষয়টি সেখানে আবেগের বিষয় হয়ে গেছিল। তাই সিবিআই তদন্ত হওয়ায় তার রাজনৈতিক সুবিধা ক্ষমতাসীন জোট পাবে। আবার বিজেপি সূত্র জানাচ্ছে, এর ফলে শিবসেনাও চাপে পড়তে পারে। তাদের এক বড় নেতার ছেলের বিরুদ্ধেও অভিযোগ উঠছে।

তবে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়ার পর এ সব বিতর্ক অর্থহীন হয়ে গেল। এখন সিবিআই তদন্তে কী উঠে আসে সেটাই দেখার। তদন্তের পর বোঝা যাবে, সুশান্তর মৃত্যু আত্মহত্যা না হত্যা?

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)