1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সূর্যপৃষ্ঠে কেন ভয়াবহ বিস্ফোরণ ঘটে?

২৭ মার্চ ২০১৮

খালি চোখে সূর্যকে আমরা যতটা দেখি, গবেষকদের জন্য তা পর্যাপ্ত নয়৷ বরং তাদের চাহিদা এত বেশি যে বর্তমান টেলিস্কোপগুলোও তা পূরণে সক্ষম হচ্ছে না৷ তাই ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে তৈরি করা হচ্ছে নতুন এক টেলিস্কোপ৷

https://p.dw.com/p/2uzRs
USA Kalifornien Waldbrände in Santa Barbara County
ছবি: Getty Images/D. McNew

 যা সূর্য সম্পর্কে আরো অনেক কিছু জানতে সহায়তা করবে৷

সূর্যপৃষ্ঠে কেন ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যা আমাদের যোগাযোগ ব্যবস্থার উপরেও কখনো প্রভাব ফেলে? সূর্যের রহস্যময় চৌম্বকক্ষেত্রই বা কেমন আচরণ করে? সূর্যের জটিল কাঠামো এখনো বিজ্ঞানীদের বিভ্রান্ত করে রেখেছে৷ এমনকি ক্যানারি দ্বীপপুঞ্জে বিশ্বের সবচেয়ে বড় টেরেসট্রিয়াল  সোলার টেলিস্কোপটিও সূর্যের খামখেয়ালীমনোভাব বোঝার জন্য যথেষ্ট শক্তিশালী  নয়৷ তবে ইউরোপীয় জ্যোতির্পদার্থবিজ্ঞানীদের একটি স্বপ্ন আছে৷

জ্যোতির্পদার্থবিদ ব্যার্না জেলি এই প্রসঙ্গে বলেন, ‘‘দিনের নির্দিষ্ট কিছু সময় সূর্যের চৌম্বকক্ষেত্র পর্যবেক্ষণ যথেষ্ট নয়৷ উদাহরণস্বরূপ, কী কারণে সৌর বিস্ফোরণ ঘটে তা বুঝতে হলে এক ঘণ্টার মধ্যেই বেশ কয়েকবার সূর্যের দিকে নজর রাখতে হবে৷ তাই বর্তমানের তুলনায় চার বা পাঁচগুণ বেশি গভীর এবং বিস্তৃত ছবি দিতে পারে এমন একটি বড় টেলিস্কোপ আমাদের প্রয়োজন৷''

আর এ জন্যই ইউরোপীয় ইউনিয়নসমর্থিত একটি প্রকল্প বর্তমানে চালু আছে, যার লক্ষ্য হচ্ছে নতুন এক সোলার টেলিস্কোপ তৈরি – যা দিয়ে সূর্যের ছলনাময় কাঠামো এবং রাসায়নিক প্রক্রিয়া সম্পর্কে আরো ভালোভাবে বোঝা যাবে৷  

আদর্শ আবহাওয়ার কথা বিবেচনা করে এই টেলিস্কোপও ক্যানারি দ্বীপপুঞ্জে স্থাপন করা হচ্ছে৷ এটিতে থাকবে চার মিটার বিস্তৃত এক আয়না৷  ইউরোপিয়ান সোলার টেলিস্কোপ প্রজেক্টের সমন্বয়ক মানুয়েল কোলাডোস বলেন, ‘‘পৃথিবীর বায়ুমণ্ডলের বাধার কারণে সূর্যের ভালো মানের ছবি আমরা পাই না৷ প্রায়শই আমরা স্বচ্ছভাবে দেখতে পারি না৷ ফলে ভবিষ্যতের ইউরোপিয়ান সোলার টেলিস্কোপে এমন ব্যবস্থা থাকবে, যা বায়ুমণ্ডলের কারণে ছবির মানের যে অবনতি ঘটে, তা তাৎক্ষণিকভাবে ঠিক করে দেবে৷''

গবেষকরা আশা করছেন, নতুন এই টেলিস্কোপটি এবং পৃথিবীর কক্ষপথে থাকা অন্যান্য টেলিস্কোপের সহায়তায় সূর্যের ভয়াবহ উদগিরণ সম্পর্কে আরো নিখুঁতভাবে আগাম জানা যাবে৷ তবে, প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ ২০২০ সাল নাগাদ ইউরোপিয়ান টেলিস্কোপটি আলোর মুখ দেখতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান