1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনায় অগ্নিবীর: ভারতে রাস্তায় নেমে বিক্ষোভ

১৬ জুন ২০২২

চার বছরের জন্য সেনায় অগ্নিবীরদের নেয়ার প্রতিবাদ বিহার, রাজস্থান, জম্মুতে। বিরোধীদের কড়া সমালোচনা। ক্ষোভের সুর বিজেপি-র অন্দরেও।

https://p.dw.com/p/4Clcr
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।ছবি: Imago

দিনদুয়েক আগেই সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করেছিল মোদী সরকার। চার বছরের জন্য যুবকদের সেনায় নেয়ার কথা বলা হয়েছিল। সরকারের দাবি ছিল, এর ফলে সেনার চেহারা বদলে যাবে, তা আরো কার্যকর হবে। কিন্তু মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিহারে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বুধবার মুজফফরপুর ও বক্সারে এই প্রকল্পের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন যুবকরা। তারা সকলেই সেনাতে যেতে চান।

এরকমই এক বিক্ষোভকারী গুলশন কুমার এনডিটিভিকে বলেছেন, ''অগ্নিবীর হওয়ার চার বছর পর তো আবার আমাদের চাকরি খুঁজতে হবে। চাকরির জন্য পড়াশুনো করতে হবে। আমাদের বয়সের অন্য ছেলেমেয়েরা তখন আমাদের থেকে অনেক এগিয়ে থাকবে।''

আরেক বিক্ষোভকারী শিবম কুমার বলেছেন, ''আমি সেনায় যাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিচ্ছি। দুই বছর ধরে শারীরিক কসরত করছি। কিন্তু চার বছরের জন্য কেন আমি সেনায় চাকরি নিতে যাব?''

বক্সারে প্রায় একশজন যুবক গিয়ে রেললাইন অবরোধ করেন। ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। মুজফফরপুরে বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালান। চক্কর ময়দানে অনেকেই সেনায় চাকরি পাওয়ার জন্য শরীরিক সক্ষমতার পরীক্ষা দিতে এসেছিলেন। তাদের অনেকে বিক্ষোভে যোগ দেন। অনেকে কালেক্টরেটে গিয়ে প্রশাসনের কাছে প্রতিবাদপত্র জমা দেন। জম্মুতেও বিক্ষোভ দেখান যুবকরা। 

বুধবারের পর বৃহস্পতিবারও বিহারের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। ট্রেনে পাথর ছুঁড়েছেন বিক্ষোভকারীরা। পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চেয়েছে। এদিন আরো বেশি যুবক বিক্ষোভ দেখিয়েছেন। 

আরজেডি নেতা তেজস্বী যাদব অন্য একটি প্রশ্ন তুলেছেন। একাধিক টুইট করে তিনি বলেছেন, সরকার এইভাবে সংরক্ষণের বিষয়টি তুলে দিতে চাইছে। তার প্রশ্ন, চার বছর পর যখন ২২ বছর বয়সি যুবকরা আর অগ্নিবীর থাকবেন না, তখন কী হবে?

রাজস্থানেও প্রায় দেড়শ যুবক জয়পুর-আজমের সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের ওঠায়। নাগোরের সাংসদ ও আরএলপি নেতা হনুমান বেনিওয়াল জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার থেকে বিক্ষোভ দেখানো শুরু করবেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ''যখন ভারত দুইটি ফ্রন্ট থেকে বিপদের  মুখে, তখন অগ্নিপথ প্রকল্পের কোনো দরকার ছিল না। এতে সেনার কার্যকারিতা কমবে।''

বিজেপি সাংসদ বরুণ গান্ধীও বলেছেন, ''একজন সাংসদ তো পাঁচ বছরের জন্য নির্বাচিত হন, তাহলে অগ্নিবীরদের চাকরির মেয়াদ কেন চার বছর করা হলো?''

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)