1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেমিফাইনালে যেতে পারল না ভারত

৮ নভেম্বর ২০২১

গ্রুপ পর্ব থেকেই বিদায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারল না ভারত।

https://p.dw.com/p/42hni
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিল ভারত। ছবি: AFP/O. Scarff

যে বিরাট কোহলিদের বিশ্বকাপ জেতার জন্য হট ফেভারিট মনে করছিলেন বিশেষজ্ঞরা, সেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের বেড়া টপকাতে পারল না। সোমবার ভারতের সঙ্গে নামিবিয়ার ম্যাচ। কিন্তু সেই ম্যাচ গুরুত্বহীন হয়ে গেল। ভারতের গ্রুপে পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতে শীর্ষে পাকিস্তান। দুই নম্বরে নিউজিল্যান্ড, রোববার যারা অনায়াসেই আফগানিস্তানের বাধা টপকে গেল। অন্য গ্রুপ থেকে উঠেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

সেমিফাইনালে কে কার বিরুদ্ধে

সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে, আর পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপ শুরুর আগে সেলিম মালিকের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা পর্যন্ত বাবর আজমদের নিয়ে খুব বেশি আশাবাদী ছিলেন না। কিন্তু প্রথম ম্যাচেই ভারতকে গোহারা হারিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছিলেন, এ এক অন্য পাকিস্তান দল। টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই দেখা গেছে, বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দল অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে।

ইংল্যান্ডও একেবারে পেশাদার ক্রিকেট খেলেছে। আর পরিকল্পনামাফিক ক্রিকেট খেলে নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠেছে। ক্রিকেটের মঞ্চে অস্ট্রেলিয়া বরবরই বড় শক্তি। তারা আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই কথা প্রমাণ করলো।

কেন ভারত পারল না

ক্রিকেটার বুমরা সহ অনেক বিশেষজ্ঞই ভারতের খারাপ খেলার জন্য আইপিএলকে দায়ী করেছেন। নিউজিল্যান্ডের সঙ্গে হারার পর বুমরা বলেছিলেন, গত ছয় মাস ধরে সমানে জৈব বলয়ের মধ্যে থেকে খেলে যাওয়ার পর ক্লান্তি আসা স্বাভাবিক। করোনার কারণে, এবার আইপিএলের অর্ধেক খেলা হয়েছে ভারতে। বাকিটা আমিরাতে। আইপিএল শেষ হওয়ার পরই শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলে আমিরাত এসেছে।

আগে ক্রিকেট খেলা হতো শুধু শীতে। কিন্তু এখন সারা বছর ধরে ক্রিকেট খেলা হয়। ক্রিকেটাররা কোনো বিশ্রাম পান না। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতে এবার শুরু হবে নিউজিল্যান্ডের সফর। আর করোনাকালে খেলা মানে ক্রিকেটারদের জৈব বলয়ে ঢুকে পড়তে হয়। তারা বলয়ের বাইরে যেতে পারেন না। ফলে মানসিক দিক থেকে ক্লান্তি আসা স্বাভাবিক।

তবে অনেক সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞ মনে করছেন, ভারতের খারাপ পারফরমেন্সের জন্য আইপিএল দায়ী। কারণ, আইপিএলে নিজেদের নিংড়ে দেন ক্রিকেটাররা। তারপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার ফলে তারা যোগ্যতা অনুযায়ী পারফরমেন্স করতে পারেন না। পরিসংখ্যান বলছে, আইপিএলের পরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে এমন ক্ষেত্রে চারবার ভারত গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছে। কিন্তু আইপিএলে খেলে যাওয়া অন্য দলের ক্রিকেটাররা তো বিশ্বকাপের মঞ্চে ভালো পারফরমেন্স করছে। তাদের পারফরমেন্স তো খারাপ হয়নি? অতীতে যখন আইপিএলের পর বিশ্বকাপ হয়নি, তখনো ভারত গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছে। তাই একা আইপিএলকে দায়ী করা কি ঠিক, সে প্রশ্ন উঠেছে।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে ভারতীয় দলকে খুবই ম্রিয়মান লেগেছে। বিরাট কোহলি তো নিউজিল্যান্ড ম্যাচের পর বলেছেন, ভারত যেন আগেই আত্মসমর্পন করে বসেছিল।

এবার নতুন কোচ, অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে বিদায় নিচ্ছেন রবি শাস্ত্রী। কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। তিনি ইতিমধ্যেই বিসিসিআই-কে জানিয়ে দিয়েছেন, রোটেশনের ভিত্তিতে ক্রিকেটারদের খেলাতে চান। বিরাট কোহলিও আর অধিনায়ক থাকবেন না। নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিসিআই।

জিএইচ/এসজি (স্টার স্পোর্টস, এনডিটিভি)