1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি আরবে নাচবেন-গাইবেন নিকি মিনাজ

৪ জুলাই ২০১৯

সৌদি আরবে এক আয়োজনে পারফর্ম করবেন মার্কিন ব়্যাপার নিকি মিনাজ৷ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়৷ সামাজিক বিনোদনের ওপর কয়েক দশকের কড়াকড়ি থেকে সম্প্রতি বের হয়ে আসতে চাচ্ছে অতিরক্ষণশীল দেশ সৌদি আরব৷

https://p.dw.com/p/3LZg6
ছবি: dapd

নিকি মিনাজ তাঁর 'খোলামেলা' গানের কথা ও মিউজিক ভিডিওর জন্য পরিচিত৷ সেই মিনাজই ১৮ জুলাই পারফর্ম করবেন সৌদি আরবের পশ্চিমের শহর জেদ্দায়৷ শহরটিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে নিকি মিনাজকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা৷

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিকি মিনাজের নাচ-গানের সঙ্গে ব্রিটিশ মিউজিশিয়ান লায়ম পেইন এবং মার্কিন ডিজে স্টিভ আওকিও কাজ করবেন৷ এই অনুষ্ঠান টেলিভিশনে প্রচার করার কথাও জানিয়েছে গণমাধ্যম৷

আয়োজকদের একজন রবার্ট কোয়ের্ককে উদ্ধৃত করে আরব নিউজ জানিয়েছে, ‘‘সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি (মিনাজ) খুব সক্রিয় থাকবেন৷ জেদ্দায় স্টেজ থেকে তো বটেই, হোটেল থেকেও তিনি অনেক কিছু শেয়ার করবেন৷''

তিনি বলেন, ‘‘সবাই জানবে, নিকি মিনাজ সৌদি আরবে এসেছেন৷''

সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বেশ কিছু দিন ধরেই কট্টর রক্ষণপন্থা থেকে সৌদি আরবকে একটি উদারপন্থি রূপ দেয়ার চেষ্টা করছেন৷ মেয়েরা গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন৷ বিভিন্ন খেলার অনুষ্ঠানেও মেয়েরা যাওয়ার সুযোগ পেয়েছেন৷ নিকি মিনাজের জেদ্দায় পারফর্ম করাকেও অনেকে এর অংশ হিসেবেই দেখছেন৷ তবে এখনো দেশটিতে অ্যালকোহল নিষিদ্ধ৷

নিকি মিনাজকে আমন্ত্রণ জানানোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিশেষ করে যারা সৌদি আরবের কট্টর আইন সম্পর্কে কিছুটা হলেও দারণা রাখেন এবং একই সঙ্গে নিকি মিনাজের সম্পর্কেও পর্যাপ্ত ধারণা রাখেন, তাদের মনে সংশয় তৈরি হয়েছে৷ নিকি মিনাজের অনেক পারফর্ম্যান্স ‘পশ্চিমা সমাজেও' তীব্র আপত্তির মুখোমুখি হয়েছে ‘অশ্লীলতার' দায়ে৷ ফলে অনেকেই সৌদি আরবের সঙ্গে নিকি মিনাজকে মেলাতেই পারছেন না৷

দেশটির বর্তমান জনসংখ্যার দুই তৃতীয়াংশের বয়স ৩০-এর নীচে৷ ফলে অপেক্ষাকৃত তরুণ দর্শক-শ্রোতাদের কাছে এই খবরটি কিছু ক্ষেত্রে আনন্দের হয়ে এসেছে৷

অনেকে প্রশ্ন তুলছেন, যে দেশে নারীদের আবায়া (শরীর ঢাকা এক ধরনের কাপড়) ছাড়া পুরুষদের সামনে আসাই নিষেধ, সে দেশে নিকি মিনাজের পারফর্ম্যান্স দেখানো হয় কিভাবে? এমনকি যে অনুষ্ঠানে নিকি মিনাজ তাঁর স্বভাবসুলভ নৃত্য পরিবেশন করবেন, সে অনুষ্ঠানের নারী দর্শকদেরও আবায়া পরে আসতে হবে৷ এই ‘দ্বিচারিতা' নিয়েও প্রতিবাদ জানাচ্ছেন অনেকে৷

সৌদি আয়োজকেরা নিকি মিনাজকে ঠিকঠাক চেনেন কিনা, অনেকে হাস্যচ্ছলে তুলেছেন সে প্রশ্নও৷

বিশ্লেষকরা বলছেন, বেকারত্বের হার ধীরে ধীরে বেড়ে চলেছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশটিতে, অর্থনীতিও রয়েছে অতীতের যে-কোনো সময়ের তুলনায় নাজুক অবস্থায়৷ এসব দিক থেকে জনগণের দৃষ্টি আড়াতে এমন আয়োজন করে থাকতে পারে দেশটি৷

একই সময়ে, যখন ইয়েমেনে প্রতিদিনই সৌদি জোট বোমা ফেলছে, হাজার হাজার শিশুর মৃত্যু ও দুর্ভিক্ষের সংবাদ আসছে, তখন চুপ থাকলেও যারা নিকি মিনাজের পারফর্ম্যান্সের খবরে ‘সব গেল' রব তুলছেন, তাঁদের সমালোচনা করেও সামাজিক যোগাযোগমাধ্যম কাঁপাচ্ছেন অনেকে৷

এডিকে/এসিবি (এপি, এফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান