1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুলে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়ছেন এক শিক্ষক

২৫ নভেম্বর ২০১৮

জার্মানির স্কুলগুলোতে ইহুদিবিদ্বেষের ঘটনা বাড়ছে৷ নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যের এক শিক্ষক এর প্রসার রুখতে কাজ করে যাচ্ছেন৷ শিক্ষার্থীদের তিনি কনসেন্ট্রেশন ক্যাম্প পরিদর্শনে নিয়ে যান৷

https://p.dw.com/p/38nhn
Deutschland Demonstration gegen Antisemitismus in Berlin | Berlin wears kippa
প্রতীকী ছবিছবি: Reuters/F. Bensch

৪০ বছর বয়সি ফ্লোরিয়ান বিয়ার একটি সান্ধ্যকালীন স্কুলের শিক্ষক৷ তবে ইদানীং বিভিন্ন স্কুলে ইহুদিবিদ্বেষ নিয়ে ক্লাস নিতে গিয়ে তাঁর ব্যস্ত সময় কাটছে৷ তাঁর স্ত্রী ইহুদি৷

বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটির এক গবেষণা বলছে, গত ১০ বছরে অনলাইনে ইহুদিবিদ্বেষ সংক্রান্ত মন্তব্য প্রায় তিনগুন বেড়েছে৷

এছাড়া ২০১৭ সালে জার্মানিতে ইহুদিবিদ্বেষ সম্পর্কিত ৩২৪টি অপরাধের ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় নয় শতাংশ বেশি৷ রাজ্যের শিক্ষা বিভাগের কাছে সংখ্যাটি অনেক বেশি৷

ইহুদিবিদ্বেষের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তা জানাতে স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে শিক্ষা বিভাগ৷

 

‘ইহুদিবিদ্বেষ প্রতিহত করা জার্মানির অন্তহীন দায়িত্ব’

তবে ফ্লোরিয়ান বিয়ার এমন পদক্ষেপ নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন৷ ‘‘একদিক দিয়ে চিন্তা করলে এই উদ্যোগ একেবারে ঠিক আছে৷ তবে তারপরও আমার কাছে সেটি সমস্যার মনে হয়েছে, কারণ, যে মুহূর্তে আমি একজন শিক্ষার্থী সম্পর্কে রিপোর্ট করব, তখনই শিক্ষার্থী-শিক্ষক সম্পর্কে ছেদ পড়বে,'' ডয়চে ভেলেকে বলেন তিনি৷

বিয়ার বরং এক্ষেত্রে প্রতিরোধমূলক পদক্ষেপের পক্ষে৷ তাই তিনি তাঁর শিক্ষার্থীদের বুখেনভাল্ড, সাখসেনহাউসেন কিংবা আউশভিৎসের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যান৷ এসব সফরে শিক্ষার্থীদের কাছ থেকে শক্ত প্রতিক্রিয়া পান তিনি৷ ‘‘বেশিরভাগই নীরব থাকে৷ আবার অনেকে একেবারেই কনসেন্ট্রেশন ক্যাম্পে যেতে চায় না,'' বলেন বিয়ার৷

তাই শিক্ষাসফরে যাওয়ার জন্য শিক্ষার্থীদের বাধ্য করেন না তিনি৷ কারণ, ক্যাম্প পরিদর্শনে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের ট্রমায় ফেলতে চান না বিয়ার৷

কনসেন্ট্রেশন ক্যাম্প পরিদর্শন ছাড়াও ইহুদিদের সাধারণ জীবনযাপন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়ার চেষ্টা করেন বিয়ার৷ সেজন্য তিনি পোল্যান্ডের ক্রাকো শহরে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের জীবন দেখাতে শিক্ষার্থীদের সেখানে নিয়ে যান৷

জার্মানিতেস্কুলে নবম গ্রেড থেকে হলোকস্ট সম্পর্কে পড়ানো হয়৷ ইতিহাস, জার্মান ভাষা ও ধর্ম ক্লাসে এটি পড়ানো হয়৷ তবে বিয়ার মনে করেন, বর্ণবাদী আচরণ ও ইহুদিবিদ্বেষ সম্পর্কে আরো বেশি পড়া বাধ্যতামূলক করা উচিত৷ কাউকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার আগে বিজ্ঞান, গণিতের মতো ইহুদিবিদ্বেষ বিষয়েও জানা বাধ্যতামূলক করা উচিত বলে মনে করেন বিয়ার৷

অলিভার পিপার/জেডএইচ