1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ট্রাসবুর্গের সন্দেহভাজন হামলাকারী নিহত

১৪ ডিসেম্বর ২০১৮

ফ্রান্সের স্ট্রাসবুর্গে  ক্রিসমাস মার্কেটে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে ফরাসি পুলিশ৷ বৃহস্পতিবার রাতে স্ট্রাসবুর্গে পালানোর সময় সন্দেহভাজন শেরিফ শেকাতকে গুলি করে পুলিশ৷

https://p.dw.com/p/3A6xW
Frankreich Straßburg-Meinau | Polizei-Operation gegen Attentäter von Straßburg
ছবি: Reuters/C. Hartmann

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্তানের জানান, বৃহস্পতিবার নিউডর্ফ এলাকায় শেকাতের সঙ্গে মিলে যাওয়া এক ব্যক্তিকে শনাক্ত করেন তিন পুলিশ কর্মকর্তা৷ তাঁরা ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে সন্দেহভাজন ব্যক্তি উল্টো ঘুরে দৌড়াতে থাকে এবং ফাঁকা গুলি ছোঁড়ে৷ পুলিশ তাকে পাল্টা গুলি করে এবং সন্দেহভাজন ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়৷ নিহতের কাছে পিস্তল ও ছুরি পাওয়া গেছে৷

স্ট্রাসবুর্গের হামলাকারী নিহত হয়েছে এমন ঘোষণা আসার এক ঘণ্টার মধ্যে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন  ইসলামিক স্টেট জানিয়েছে, নিহত শেকাত তাদের দলের একজন সদস্য৷

উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) ফ্রান্সের পূর্বাঞ্চলের শহর স্ট্রাসবুর্গে ক্রিসমাস মার্কেটে এক বন্দুক হামলায় তিন জন নিহত ও ১১ জন আহত হয৷ প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী 'আল্লাহু আকবার' বলে হামলা করে৷

হামলার পরপরই ফরাসি পুলিশ জানায়, শেরিফ শেকাত বেশ আগে থেকেই পুলিশের সন্দেহভাজনদের তালিকায় ছিল৷ ফ্রান্স এবং জার্মানি দুই দেশেই অপরাধে জড়িয়ে কারাবাসের রেকর্ড ছিল শেকাতের৷ 

কি-ওয়ার্ডস ফ্রান্স, সন্ত্রাসী হামলা, বাডেন-ভ্যুর্টেমবার্গ, ইসলামিক স্টেট, জঙ্গি সংগঠন, স্ট্রাসবুর্গ, ড্রোন হামলা, বন্দুক হামলা, বন্দুক যুদ্ধ, আইএস, জঙ্গি, হামলা৷

২০১৭ সালের ছবিঘরটি দেখুন:

এফএ (রয়টার্স, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য