1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৈধতা বিচার করবে সুপ্রিম কোর্ট

১৮ ডিসেম্বর ২০১৯

নাগরিকত্ব সংশোধনী আইন সাংবিধৈনিক কি না, তা বিচার করে দেখবে সুপ্রিম কোর্ট। বুধবার তারা কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করে এ বিষয়ে তাদের মতামত জানাতে বলেছে৷

https://p.dw.com/p/3V00n
ছবি: Imago/Hindustan Times/S. Mehta

৷নাগরিকত্ব সংশোধনী আইনের ওপর কোনও স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট ৷ তবে এই আইন বৈধ কি না, তা বিচার করে দেখবে সর্বোচ্চ আদালত ৷ বুধবার তাই কেন্দ্রীয় সরকারকে নোটিস জারি করেছে প্রধান বিচরপতির  নেতৃত্বাধীন বেঞ্চ ৷ এই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মোট ৬০টি আবেদন জমা পড়েছিল ৷ সবগুলি আবেদন একসঙ্গে করে নিয়েই বৈধতা বিচার করা হবে। এর মধ্যে আসু, কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, আরজেডি সাংসদ মনোজ ঝা-র আবেদনও আছে৷  আগামী ২২ জানুয়ারি এই সব আবেদন নিয়ে শুনানি শুরু হবে। তার আগেই কেন্দ্রীয় সরকারের জবাব এসে যাবে। আবেদনকারীরাও একে অপরের আবেদন দেখে নিতে পারবেন।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধী নেতারা সংসদে বলেছিলেন, সুপ্রিম কোর্ট এই আইন অসাংবিধানিক বলে খারিজ করে দেবে৷ আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিশ্বাস ছিল, এই আইনকে অবশ্যই ছাড়পত্র দেবে সর্বেচ্চ আদালত৷ সেই বিচার বুধবার শুরু হল বলা যায়। তবে এ দিন খুব বেশিক্ষণ ধরে শুনানি চলেনি৷  আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের আর্জি ছিল, তিনি জামিয়ায় গিয়ে দেখেছেন, সেখানে লোকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিশেষ কিছু জানে না৷ জম্মু ও কাশ্মীরের লোকও জানে না৷ তাই এই আইন কী তা লোককে জানানো দরকার৷ প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে তখন অ্যাটর্নি জেনারেল কে সি বেনুগোপালকে বলেন, আপনারা নাগরিকত্ব সংশোধনী আইন বিস্তারিতভাবে প্রকাশ করুন।

তবে নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে বুধবার নতুন করে কোনও প্রতিবাদ ও অশান্তি হয়নি৷ এই আন্দোলনের প্রভাবেহোক, নিজের রাজ্যে লোকের প্রতিক্রয়া দেখে হোক, বিজেডি নেতা নবীন পট্টনায়েক ঘোষণা করেছেন, তিনি ওড়িশায় নাগরিকত্ব সংশোধনী আইন চালু হতে দেবেন না৷ সংসদে অবশ্য বিজেডি বিলের পক্ষে ভোট দিয়েছিল৷

জিএইচ/এসজি(টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি)