1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনের নতুন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

২ জুন ২০১৮

স্পেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন সমাজতন্ত্রী দলের নেতা পেদ্রো সানচেজ৷ শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই পার্লামেন্টে অনাস্থা ভোটে বরখাস্ত হন৷

https://p.dw.com/p/2yput
ছবি: picture-alliance/dpa

তবে ৩৫০ আসনের পার্লামেন্টে মাত্র ৮৪ আসন থাকায় আইন পাসের জন্য হিমশিম খেতে হবে সানচেজ সরকারকে৷

গত দু'বছর ধরে মারিয়ানো রাখোই এবং তাঁর দল কনজারভেটিভ পিপলস পার্টির (পিপি) বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে৷ কিন্তু সেগুলোর কোনোটাই তারা স্বীকার করেনি৷ মাদ্রিদের কনরাড আডেনাউয়ার ফাউন্ডেশন-এর ব্যুরো চিফ ভিলহেল্ম হোফমাইস্টার বলেছেন, ‘‘এরই মধ্যে দলের বেশ কয়েকজনকে নানা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷ অনেকেই বিচারের মুখোমুখি হয়ে দণ্ড ভোগ করছেন৷ এদের মধ্যে আছেন সাবেক অর্থমন্ত্রী এবং আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক রদ্রিগে রাটো৷''


গত সপ্তাহে দলটির একজন সাবেক কোষাধ্যক্ষের ৩৩ বছর কারাদণ্ড হলে দুর্নীতির খবরটি আবারো পত্রিকায় আসে৷ মাদ্রিদের হাইকোর্ট তাকে ঘুস গ্রহণ, অর্থ পাচার এবং কর ফাঁকির অপরাধে দোষী সাব্যস্ত করে৷ এরপরও প্রধানমন্ত্রী পদত্যাগে রাজি হননি৷ এবারই প্রথমবারের মতো বিচারকরা দলটির বিরুদ্ধে অবৈধভাবে অর্থায়ন, নানা অপরাধের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ আনে৷ কিন্তু রাখোই সেই একই কথা বলে গেছেন, ‘‘তাঁর সরকারের কোনো সদস্যের কর্মকাণ্ড সন্দেহজনক নয়৷ তাই তাঁদের কিছু করার নেই৷''

সানচেজ ঐতিহাসিক সুযোগ ছিনিয়ে নিলেন
ব্যালটবাক্সে সোশ্যালিস্ট নেতা পেদ্রো সানচেজ পিপি দলের প্রার্থীদের কাছে বরাবরই হেরেছেন৷ সমালোচকরাও কখনো তাঁর পক্ষে কোনো প্রশংসার বাণী শোনাননি৷ তবে তাঁরা এখন এটা স্বীকার করবেন যে সানচেজ লড়তে জানেন৷ দুর্নীতি কেলেঙ্কারিতে রাখোইয়ের নাম জড়িয়ে পড়লে সানচেজই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন৷

শুক্রবার সকালে অনাস্থা ভোটে বাস্ক ন্যাশনাল পার্টিসহ ছোট ছোট কয়েকটি দলের সমর্থন পেয়ে সানচেজ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন৷ প্রস্তাবের পক্ষে ১৮০ জন এবং বিপক্ষে ১৬৯ জন সাংসদ ভোট দেন৷ ভোটে হেরে পদচ্যুত হন প্রধানমন্ত্রী রাখোই৷ স্পেনে চার দশকের গণতন্ত্রের ইতিহাসে মারিয়ানো রাখোই পার্লামেন্টের ভোটে পদচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী৷

শুক্রবারের ভোটের আগে সানচেজ বলেছিলেন, ‘‘আমরা আমাদের দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি নতুন পৃষ্ঠা স্বাক্ষর করতে যাচ্ছি৷''

রাখোই ২০১১ সাল থেকে প্রধানমন্ত্রী ছিলেন৷ শুক্রবার পরাজয় স্বীকার করে নিয়ে তিনি সাংসদদের বলেন, ‘‘আমি যা প্রতিষ্ঠা করেছিলাম, তার চেয়ে উত্তম একটি স্পেন রেখে যেতে পারা সম্মানের ব্যাপার৷''

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)