1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৬ আগস্ট ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ৫-০ গোলে ভুটানকে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা৷

https://p.dw.com/p/33F6E
ছবি: Facebook/Bangladesh Football Federation

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলে বাংলাদেশের মেয়েরা৷ বল প্রতিপক্ষের অর্ধেই থাকে প্রথমার্ধের প্রায় পুরোটা সময়৷ 

তহুরা, আনাই, আনুচিংদের চাপে রীতিমতো ধরাশায়ী হয় স্বাগতিক ভুটানের ডিফেন্স৷ 

বারবার আক্রমণের ফল হিসেবে প্রথমার্ধের ১৮ মিনিটেই গোল আদায় করে নেয় লালসবুজ দল৷ ডি-বক্সের বেশ খানিকটা বাইরে থেকে ডান পায়ে শট নেন আনাই মোগিনি৷ সরাসরি তা খুঁজে নেয় প্রতিপক্ষের জাল৷ 

তবে দ্বিতীয় গোলটি পেতে আরো বিশ মিনিট অপেক্ষা করতে হয় বাংলাদেশের মেয়েদের৷ ৩৮ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে বল পেয়ে ডান পায়ে ভলি করে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন আনুচিং৷ 

এর পাঁচ মিনিটের মধ্যেই আবারো গোল পায় বাংলাদেশ৷ ভুটানের গোলরক্ষকের ভুলকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত তফুরা বল নিয়ে ঢুকে যান প্রতিপক্ষের পোস্টে৷ 

শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ৷ 

দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসার মন্ত্র নিয়ে মাঠে নামে স্বাগতিকরা৷ সে লক্ষ্যে আক্রমণের চেষ্টা করে বার কয়েক৷ কিন্তু বাংলাদেশি ডিফেন্সের কাছে হার মানেন ভুটানের মেয়েরা৷ 

এদিকে, পাল্টা আক্রমণে বাংলাদেশি মেয়েরাও গোলের সুযোগ তৈরি করে৷ গোল বাঁচাতে কখনো কখনো প্রতিপক্ষের বেশিরভাগ খেলোয়াড়ই নীচে নেমে আসেন৷ তাই সহসা গোলের দেখা পাচ্ছিলেন না তফুরারা৷

শেষ পর্যন্ত ৬৯ মিনিটে বাঁ পায়ে ভলি করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ভুটানের জালে বল জড়ান মারিয়া মান্ডা৷ গোল ব্যবধান হয় ৪-০৷ এরপর একের পর এক আক্রমণ শানাতে থাকে বাংলাদেশ৷ মেয়েদের মধ্যে কিছুটা ক্লান্তিও চোখে পড়ে৷ একাধিক বদলি খেলোয়াড়ও নামেন৷ 

৮৬ মিনিটে চমৎকার এক সেটপিস আক্রমণ থেকে শাহেদা আক্তার রিপা গোল করলে ৫-০ হয় ব্যবধান৷ শেষ পর্যন্ত এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশের মেয়েরা৷ টুর্নামেন্টে এ যাবৎ অপরাজিত থেকেই ফাইনাল নিশ্চিত করে লালসবুজ শিবির৷ 

এদিকে, এর আগে প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত৷ গতবারের মতো এবারো তাই ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত৷ 

শনিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় একই ভেন্যুতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে৷ 


জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য