1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংয়ের জন্য পশ্চিমকে দায়ী করলো চীন

২৯ জুলাই ২০১৯

সপ্তাহান্তে আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছিল হংকং৷ বিক্ষোভ থামাতে পুলিশ রবিবার ৪৯ জনকে গ্রেপ্তার করেছে৷ এদিকে, হংকংয়ের পরিস্থিতির জন্য পশ্চিমের ‘দায়িত্বজ্ঞানহীন' লোকদের দায়ী করেছে চীন৷

https://p.dw.com/p/3Mu7Q
Hongkong l Andauernde Proteste in Yuen Long - Ausschreitungen
ছবি: Reuters/T. Siu

সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের মন্ত্রিসভার হংকং ও ম্যাকাও বিষয়ক কার্যালয়ের মুখপাত্র বলেন, পশ্চিমা দেশগুলোর কিছু ‘দায়িত্বজ্ঞানহীন' লোক ‘অদ্ভুত যুক্তি' দিয়ে পুলিশের ‘ন্যায্য কাজের' সমালোচনা করছেন এবং ‘সন্ত্রাসী কার্যকলাপের' প্রতি সহানুভূতি দেখাচ্ছেন৷

‘‘দিন শেষে তাঁদের ইচ্ছা হংকংয়ে সমস্যা তৈরি করা, হংকংকে চীনের জন্য একটি সমস্যা হিসেবে দাঁড় করানো যেন তা চীনের উন্নয়নের প্রতি বাধা হয়ে ওঠে,'' সংবাদ সম্মেলনে বলেন গুয়াং৷ তবে তিনি এই সময় কোনো নির্দিষ্ট দেশ কিংবা কারও নাম উল্লেখ করেননি৷

এই চেষ্টা কোনোদিনও সফল হবে না মন্তব্য করে গুয়াং বলেন, হংকং বিষয়ে বাইরের কোনো শক্তির প্রভাব সহ্য করবেনা বেইজিং৷

হংকংয়ে গণতন্ত্রের পরিধি বাড়ানোর দাবিতে বিক্ষোভরতরা সপ্তাহান্তেও পথে নেমেছিলেন৷ এইসময় তাঁরা ইট, বোতল, পেইন্ট বোমা ছুঁড়ে মারেন বলে পুলিশ জানিয়েছে৷ এছাড়া ধনুক দিয়ে মেটাল বল বেয়ারিংও ছোঁড়া হয় বলে জানিয়েছে পুলিশ৷

বিক্ষোভ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করেছে৷

পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে ১৬ জন আহত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে৷ এছাড়া রবিবার ৪৯ জন ‘ব়্যাডিক্যাল বিক্ষোভকারীকে' গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

উল্লেখ্য, প্রায় দুই মাস ধরে হংকংয়ে বিক্ষোভ চলছে৷ এক ব্যক্তিকে চীনে হস্তান্তর করার প্রতিবাদের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল৷

জেডএইচ/কেএম (এপি, এএফপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান