1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হঠাৎ ঢাকায় ভারতের বিদেশ সচিব

১৮ আগস্ট ২০২০

ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকা গেলেন। তাঁর এই সফর আগে থেকে ঠিক করা ছিল না। হঠাৎই তিনি ঢাকায় গেছেন।

https://p.dw.com/p/3h99x
২০১৮ সালের এই ছবিতে ওবায়দুল কাদের ও হর্ষবর্ধন শ্রিংলাছবি: bdnews24.com

বিদেশ মন্ত্রক থেকে দুই লাইনের একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকা সফরে গেছেন। দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়গুলি নিয়ে সহযোগিতাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর এই সফর। বুধবার তাঁর ফেরার কথা।  

এরপরই দিল্লির রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, হঠাৎ কী এমন জরুরি বিষয় সামনে এলো যে শ্রিংলাকে এভাবে হঠাৎ ঢাকা যেতে হলো? তিনি সেখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন? সূত্র জানাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রধানমন্ত্রী মোদীর বিশেষ বার্তা নিয়ে গিয়েছেন শ্রিংলা। করোনা পরবর্তী সময়ে ভারতের বিদেশ সচিবের এই প্রথম বিদেশ সফর।

চীন-পাকিস্তান, নাকি ভারত?

তাঁর এই হঠাৎ সফরের কারণ হিসাবে সূত্র জানাচ্ছে. সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াবার চেষ্টা করছে চীন। তারা বাংলাদেশকে তিস্তায় ড্রেজিং ও জলসেচের জন্য ১০০ কোটি ডলার দিচ্ছে বলে খবর। সিলেটের একটি বিমানবন্দরের সম্প্রসারণের কাজ করার জন্য ভারত ও চীন দুই দেশই উৎসাহী ছিল। কিন্তু বাংলাদেশ সেই কাজ চীনের সংস্থাকে দিয়েছে। চীনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা এখন তুঙ্গে। দিল্লির ধারণা, চীনের কথাতেই নেপালও ভারতের জায়গা দাবি করে নতুন ম্যাপ প্রকাশ করেছে। পাকিস্তানও একই কাজ করেছে। বাংলাদেশই হলো ভারতের অন্যতম নির্ভরযোগ্য প্রতিবেশি। সেখানে চীনের এই তৎপরতায় ভারত কিছুটা আশঙ্কিত। তাই বিদেশসচিবের এই জরুরি সফর।

 

জিএইচ/এসজি( বিদেশ মন্ত্রকের বিবৃতি)