1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হতাশার মধ্যে ইরানে সংসদ নির্বাচন

২১ ফেব্রুয়ারি ২০২০

ভোটদানকে ধর্মীয় দায়িত্ব হিসেবে তুলে ধরলেও ভোটগ্রহণের হার কমার আশঙ্কা রয়েছে৷

https://p.dw.com/p/3Y72H
ইরানে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে
ছবি: Reuters/Wana/N. Tabatabaee

শুক্রবার ইরানে সংসদ নির্বাচন৷ সে দেশের রাজনৈতিক কাঠামোয় সংসদ ও নির্বাচিত সরকারের ক্ষমতা সীমিত থাকলেও অপেক্ষাকৃত উদারপন্থি শক্তির জনপ্রিয়তা একমাত্র এই নির্বাচনের মধ্যেই প্রতিফলিত হয়৷ সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই এবং সরাসরি তাঁর অধীনে রাখা শক্তিশালী রিপাবলিকান গার্ড বাহিনী এতকাল জনগণের রায় মেনে নিলেও কট্টর রক্ষণশীল শিবিরের সঙ্গে উদারপন্থি শিবিরের শীতল সংঘাত চলে এসেছে৷

এবার খামেনেই উদারপন্থিদের পুনরুত্থান ঠেকাতে কড়া পদক্ষেপ নিয়েছেন৷ কট্টরপন্থিদের চ্যালেঞ্জ করতে পারেন, এমন হাজার হাজার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে৷ ফলে ইরানের এবারের সংসদ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ছে৷ প্রায় ৫ কোটি ৮০ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন৷ খামেনেই এবার ভোট দেওয়াকে ধর্মীয় দায়িত্ব হিসেবে তুলে ধরেছেন৷ তবে সাধারণ মানুষ সর্বোচ্চ নেতার সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কে যে বিরক্ত, এই নির্বাচনে কিছুটা হলেও তার প্রতিফলন দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে৷

ইরানে অপেক্ষাকৃত উদারপন্থি শিবিরের অবস্থা এমনিতেই ভালো নয়৷ আন্তর্জাতিক পরমাণু চুক্তির মাধ্যমে দেশে যে অর্থনৈতিক উন্নতির জোয়ার দেখা গিয়েছিল, তার ফলে প্রেসিডেন্ট হাসান রোহানি ও উদারপন্থি শিবিরের সুবিধা হয়েছিল৷ অন্যদিকে কট্টরপন্থিরা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল৷ কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে আসার পর থেকে ইরানের অর্থনীতি প্রবল চাপের মুখে পড়েছে৷ অ্যামেরিকার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভারে নানা সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান৷ পালটা পদক্ষেপ হিসেবে পরমাণু কর্মসূচি আবার চালু করায় আন্তর্জাতিক আঙিনায় আবার একঘরে হয়ে পড়ছে সে দেশ৷ দেশে ব্যাপক দুর্নীতিও মানুষের রোষের কারণ৷ কম ভোট পড়লে তাতে আখেরে ট্রাম্পের লাভ হবে বলে সতর্ক করে দিয়েছেন কট্টরপন্থি নেতারা৷

এমন প্রেক্ষাপটে ইরানের কত মানুষ আদৌ ভোট দেবেন, তা নিয়ে সংশয় রয়েছে৷ ২০১৭ সালের নির্বাচনের পর থেকে দেশের অবস্থার কোনো উন্নতি না হওয়ায় অনেকেই রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে বীতশ্রদ্ধ৷ বেকারত্ব হু হু করে বেড়ে চলেছে৷ ইরানের এক তরুণ সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, সে দেশের নির্বাচন আসলে অর্থহীন৷ এমনকি বিদায়ী সংসদের ৯০ জন সংসদ সদস্যের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে৷ প্রেসিডেন্ট রোহানির এক উপদেষ্টা মানুষের উদ্দেশ্যে ভোটাধিকার প্রয়োগের আবেদন জানিয়েছেন৷

নির্বাচনের আগেও ওয়াশিংটন তেহরানের উপর চাপ বাড়াতে পাঁচ জন উচ্চপদস্থ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে৷ ট্রাম্প প্রশাসন ইরানের নির্বাচনে কারচুপি বরদাস্ত করবে না বলে জানিয়েছে৷ ইরানের ‘গার্ডিয়েন কাউন্সিল' এই পদক্ষেপের তীব্র নিন্দা করে গণতন্ত্রের প্রতি অ্যামেরিকার অবজ্ঞা হিসেবে তুলে ধরেছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)