1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালের আগেই ধরপাকড়, বিচ্ছিন্ন সংঘর্ষ

২৮ নভেম্বর ২০১০

হরতালের আগেই সারাদেশে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে৷ ঢাকাসহ সারাদেশ থেকে পুলিশ তিন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে৷

https://p.dw.com/p/QKDI
ছবি: AP

সারাদেশে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে৷ এপর্যন্ত ঢাকাসহ সারাদেশ থেকে ৩১৩ জনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে৷ বরিশাল ও রাজশাহীতে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন৷ ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেছেন রাজনেতিক কর্মি বিবেচনায় কাউকে গ্রেফতার করা হচ্ছেনা, তারা অপরাধীদের গ্রেফতার করছেন৷

অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব গায়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দমন-নিপীড়ন চালিয়ে তাদের আন্দোলন বন্ধ করা যাবেনা৷ তিনি বলেন, সরকার যদি দমন অব্যাহত রাখে তাহলে এই হরতালই শেষ হরতাল নয়, সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে৷

আর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিরোধী দলকে সংসদে গিয়ে তাদের কথা তুলে ধরার আহবান জানিয়েছেন৷

এদিকে বাংলাদেশ নিটওয়্যার শিল্প মালিকরা হরতাল প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, এভাবে হরতাল হলে তাদের শিল্প মার খাবে৷ প্রবৃদ্ধি ধরে রাখা যাবেনা৷ এক সংবাদ সম্মেলনে নিটওয়্যার শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ সভাপতি হাবিবুর রহমান একথা জানিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম