1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঁসের ছানা মানবশিশু!

১৪ আগস্ট ২০১৮

বৃষ্টি পড়ছে সর্বাঙ্গে৷ অথচ শরীর ভিজছে না৷ আর তাতেই তার কী উচ্ছ্বলতা! হাঁসের ছানার আদলে তৈরি রেইনকোট পরা এক শিশুর সুন্দর ও মজার এই ভিডিওটি ব্যাপক পছন্দ করেছেন নেটিজেনরা৷

https://p.dw.com/p/335LM
Screenshot Facebook Ducky Rain Coat
ছবি: Facebook/9GAG

একটা প্রবাদ বাক্য আছে, তা হলো, সুখী হওয়া খুবই সহজ, যখন আপনি ছোট৷ কথাটি যে  খুব সত্য, তা যে কেউই স্বীকার করবেন৷ সম্প্রতি তেমনই একটি ভিডিও হাঁসের ভাইরাল হয়ে গেছে৷

ভিডিওতে দেখা যাচ্ছে, সদ্য হাঁটতে শেখা উচ্ছ্বল এক শিশু বৃষ্টির মধ্যে এক রকমের রেইনকোট পরে ঘুরে বেড়াচ্ছে৷ রেইনকোটটিও খুবই আদুরে৷ তৈরি৷ শিশুটির পায়েও হাঁসের ছানার থিমনির্ভর জুতো৷

ইন্টারনেট প্ল্যাটফর্ম নাইনগ্যাগের ফেসবুক পেজে তিন সপ্তাহ আগে শেয়ার করা হয়েছে সুন্দর এই ভিডিওটি৷ এমন নির্মল একটি ভিডিও ভালোবেসেছেন নেটিজেনরা৷ এ পর্যন্ত এটি দেখা হয়েছে ৯ কোটি ১০ লাখেরও বেশি বার৷ শেয়ার হয়েছে ১৯ লাখেরও বেশি৷ আর কমেন্ট পড়েছে ২ লাখেরও বেশি৷

একজন ফেসবুক ইউজার মন্তব্য করেছেন, ‘‘কী সুন্দর! ওরা যদি এমন রেইনকোট বড়দের জন্যও বানায়, তাহলে তার ছবি দিন৷ একটা ছোট হাঁস পরিবার বানিয়ে ফেলব৷''

আরেকজন লিখেছেন, ‘‘কোথায় পাওয়া যাবে? আমার লক্ষ্য হলো, পরিবারের সব বাচ্চাকে পরিয়ে ফার্ম হাউসের রাস্তা ধরে এদের হাঁটিয়ে নিয়ে আসা, যেন এক ঝাঁক হাঁসের ছানা৷''

জেডএ/ এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য