1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে ইউনূসের আবেদন

৯ মার্চ ২০১১

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ বৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় স্থগিতের জন্য মুহাম্মদ ইউনূস আপিল বিভাগে আবেদন করেছেন৷

https://p.dw.com/p/10VfX
ছবি: picture alliance/dpa

বুধবার সকালে ইউনূসের পক্ষে তাঁর আইনজীবী আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় স্থগিতাদেশ চেয়ে আবেদনটি দাখিল করেন৷ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ দুপুরের পর এই শুনানি হতে পারে৷

গত বুধবার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক৷ এর বিরুদ্ধে ইউনূস হাইকোর্টে রিট আবেদন করেন৷ এবং মঙ্গলবার ঐ আবেদন খারিজ হয়৷ আদালত সরকারের সিদ্ধান্তকেই বৈধতা দেয়৷

৭০ বছর বয়সি নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস৷ চাকরিতে অবসর গ্রহণের সময়সীমা ৬০ বছর পার হয়ে গেছে এবং এই বয়সের পর ব্যবস্থাপনা পরিচালকের ঐ পদে থাকা অবৈধ - এই কারণ দেখিয়ে তাঁকে অপসারণের কথা বলা হয়৷ কিন্তু বয়সের এই কথা কেন দশ বছর আগে না উঠে এখন উঠল, তার তাৎক্ষণিক ব্যাখ্যা দেওয়া হয়নি৷ উল্লেখ্য, ২০০০ সাল থেকে মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে আসীন রয়েছেন৷

Jahresrückblick Oktober 2006 Bangladesh Nobelfriedenspreis an Muhammed Junus
ছবি: AP

এদিকে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন টেলিফোনে কথা বলেন ড.ইউনূস-এর সঙ্গে৷ তাঁকে যেভাবে গ্রামীণ ব্যাংকের প্রধানের পদ থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে, তাতে ‘বিচলিত' মার্কিন যুক্তরাষ্ট্র৷ ২০০৭ সালে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সামরিক সরকারের সময় ইউনূস নতুন একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন৷ কিন্তু পরে আর সেটা হয়নি৷ বার্তা সংস্থা রয়টার্স বলছে, যেহেতু গরীব লোকজনের কাছে ইউনূসের জনপ্রিয়তা রয়েছে, সেহেতু তিনি যদি নতুন কোন দল গঠন করেন - তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে৷

উদ্ভূত এই পরিস্থিতিতে গত ৭ মার্চ প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশবাসীর কাছে আবেদন জানান৷ তিনি বলেন, ‘‘গ্রামীণ ব্যাংকের মসৃণ ও আনন্দমূখর দায়িত্ব হস্তান্তরের জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি৷''

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান