1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হারিকেন ইরমার তাণ্ডব

৭ সেপ্টেম্বর ২০১৭

গত এক শতকের মধ্যে এমন ঘূর্ণিঝড় দেখেনি অ্যাটলান্টিক মহাসাগরীয় দেশগুলো৷ ক্যাটাগরি ৫ মাত্রার এই ঝড়ে এরই মধ্যে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর জানা গেছে৷ হার্ভের চেয়েও ইরমা বেশি বিধ্বংসী হবে বলে সতর্ক করছেন আবহাওয়াবিদরা৷

https://p.dw.com/p/2jXGg
Hurrikan Irma | Puerto Rico (Reuters/A. Baez)
ছবি: Reuters/C. Barria

ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি ছোট দ্বীপ এরই মধ্যে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ চারটি দ্বীপ মিলিয়ে অন্তত ১০ জন মারা যাওয়ার খবর জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম৷ এর মধ্যে দুই দ্বীপের দেশ অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এই দ্বীপগুলিতে হতাহতের সংখ্যা আর বাড়ার আশংকা করছেন উদ্ধারকর্মীরা৷

‘‘এটি পুরো একটি বিধ্বংসী ঝড় ছিল, বারমুডা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে'', জানান দেশটির প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনে৷ ঘূর্ণিঝড় বারমুডার ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটার৷

বারমুডার প্রায় ৯৫ শতাংশ ঘরবাড়ি, দালানকোঠা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এর মধ্যে ৩০ শতাংশ ভেঙে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী৷ তবে এখন পর্যন্ত কেবল দুই বছর বয়সি এক শিশুর মৃত্যুর খবর জানাতে পেরেছেন উদ্ধারকর্মীরা৷

পার্শ্ববর্তী দ্বীপরাষ্ট্র অ্যাঙ্গুলিয়াতেও একজনের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে৷ সেইন্ট মার্টিন দ্বীপটি দুই দেশের মালিকানায় আছে, উত্তর অংশ ফ্রান্সের এবং দক্ষিণ অংশ নেদারল্যান্ডসের৷ কর্মকর্তারা জানিয়েছেন অন্তত আটজনের মৃত্যু হয়েছে ঘূর্ণিঝড় ইরমায়

বিমানবন্দর ও সমুদ্রবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় এই মুহূর্তে দ্বীপটিতে পৌঁছানোর কোনো উপায় নেই বলে জানিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট৷

ঘূর্ণিঝড়ের ভয়াবহতা বোঝা যাচ্ছিল সুদূর মহাকাশ থেকেও৷ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে অ্যাস্ট্রোনটরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড়ের ছবি শেয়ার করেছেন৷

সামাজিক যোগাযোগের মাধ্যমের অনেকেই ভিডিও শেয়ার করেছেন, যেখানে ঝড়ের ভয়াবহতা ভালোই টের পাওয়া যায়৷

আরো ক্ষয়ক্ষতির আশংকা করছেন ফরাসি কর্মকর্তারা৷ বিদেশে অবস্থিত ফরাসি এলাকা দেখার দায়িত্বে নিয়োজিত মন্ত্রী অ্যানিক গিরার্ডিন বলেন, ‘‘ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা অগ্রিম নিরাপত্তা ব্যবস্থা নিলেও অনেকেই তা শুনে নিরাপদ আশ্রয়ে যাননি৷ এটাই আমাদের ভয়ের কারণ৷ ফলে আমরা আরো খারাপ কিছুর আশংকা করছি৷''

ভয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র

শনি বা রোববারের মধ্যে যুক্তরাষ্ট্রে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে৷ সেসময় শক্তি হারালেও ইরমার ক্যাটাগরি চার থাকবে বলেও সতর্ক করছে দেশটির আবহাওয়া সতর্কতা সংস্থা৷

ফ্লোরিডা রাজ্যে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে৷ নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে৷ রাজ্যের গভর্নর রিক স্কট বলছেন, ‘‘হারিকেন অ্যান্ড্রুর চেয়ে এই ঝড় বড়, দ্রুততর এবং শক্তিশালী৷''

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা ঘোষণা করেছেন৷ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং সাউথ ক্যারোলাইনাতেও৷

আরো ঝড় আসছে

হার্ভে যেতে না যেতেই ইরমা৷ কিন্তু এতেই শেষ নয়৷ অ্যাটলান্টিকে আরো দু'টি বড় আকারের ঝড় জন্ম নিচ্ছে বলে দেখা গেছে স্যাটেলাইট চিত্রে৷ এর একটি কাটিয়া নাম নিয়ে মেক্সিকো উপসাগরে, অন্যটি হোসে নাম নিয়ে মধ্য অ্যাটলান্টিকে অবস্থান করছে৷

ভেরাক্রুজ রাজ্যে কাটিয়ার প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছে মেক্সিকো৷ হার্ভের আক্রমণের দাগ এখনও শুকায়নি৷ ওপর দিয়ে যাচ্ছে ইরমা৷ কিন্তু এখনই হোসে এবং কাটিয়াকে সামলানোর উপায় খুঁজতে ব্যস্ত অ্যাটলান্টিক পাড়ের দেশগুলো৷

এডিকে/ডিজি (রয়টার্স, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য