1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিন্দুপল্লিতে হামলায় আটক ২২ জন, আসামি দেড় সহস্রাধিক

১৯ মার্চ ২০২১

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়ি-ঘরে হামলায় জড়িত সন্দেহে ২২ জনকে আটক করেছে পুলিশ৷ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷ 

https://p.dw.com/p/3qqhy
সুনামগঞ্জে হিন্দুপল্লিতে হামলা হয়েছে
ছবি: Harun ur Rashid Swapan/DW

ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িতে চালানো ব্যাপক হামলা ও লুটপাটে জড়িতদের ধরতে রাতভর অভিযান চালানো হয়৷ বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘হামলায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে ৷ ছয় সন্দেহভাজনকে আটক করা হয়েছে, আটকের সংখ্যা বাড়তে পারে৷’’ 

শুক্রবার সকাল পর্যন্ত মোট ২২ জনকে আটক করা হয়েছে বলে দৈনিক প্রথম আলো জানায়৷

বুধবার সকালে শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে ৬০-৭০টি বাড়ি-ঘর ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করা হয়৷ ওই হামলার জন্য হেফাজতে ইসলামীর অনুসারীদের দায়ী করেছে পুলিশ ও স্থানীয়রা৷ ওই ঘটনায় শাল্লা থানার দুটি মামলা হয়েছে, যার একটি দায়ের করেছে পুলিশ৷ সেখানে ‘অজ্ঞাতপরিচয়’ দেড় হাজার জনকে আসামি করা হয়েছে বলে ওসি নাজমুল হক জানান৷ 

সুনামগঞ্জে হিন্দুপল্লিতে হামলা হয়েছে
ছবি: Harun ur Rashid Swapan/DW

অন্য মামলাটি করেছেন হবিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল৷ সেখানে ৮০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়েছে৷

বিবেকানন্দ মজুমদার বলেন, ‘‘মামলা করেছি, এখন আসামি গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক৷’’ গত সোমবার দিরাই উপজেলায় হেফাজতে ইসলাম আয়োজিত সম্মেলনে যান হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা৷’’ পুলিশের ভাষ্য, সম্মেলনে মামুনুল হকের দেওয়া বক্তব্যের সমালোচনা করে স্থানীয় এক হিন্দু যুবক ফেসবুকে একটি পোস্ট দেন৷ শাল্লা থানার ওসি নাজমুল হক বলেন, ‘‘ওই ঘটনাকে ধর্মীয় উসকানি আখ্যায়িত করে ওই এলাকার মামুনুল হকের অনুসারীরা মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল করে৷’’

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেই রাতেই ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়া হয় ৷ 

বুধবার সকালে কাশিপুর, নাচনী, চণ্ডিপুরসহ কয়েকটি মুসলিম অধ্যুষিত গ্রামের হেফাজত নেতা মামুনুল হকের কয়েক হাজার অনুসারী দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে নোয়াগাও গ্রামে অতর্কিত হামলা চালায়৷ হাজারো মানুষের আক্রমণে হিন্দু সম্প্রদায়ের লোকজন গ্রাম ছেড়ে আত্মগোপনে যায় এবং এই সুযোগে হেফাজত নেতার অনুসারীরা গ্রামে প্রবেশ করে বিভিন্ন বাড়িতে লুটপাট ও তছনছ করে৷

সাম্প্রদায়িক এই হামলার সঙ্গে হেফাজতে ইসলামের ‘কোনো সংশ্লিষ্টতা নেই’ দাবি করে সংঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন বলেছেন, ‘‘সাধারণ মানুষ একত্রিত হয়ে ওই যুবকের বাড়িতে হামলা করেছে৷’’

ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঘুরে দেখার পর র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘নোয়াগাঁওয়ে হিন্দুদের ঘর-বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না৷ তাদের অতি দ্রুত আইনের আওয়তায় এনে বিচার নিশ্চিত করা হবে৷ বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ৷ সংখালঘুদের নির্যাতন করলে তা সহ্য করা হবে না৷’’ 

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো)

২০১৯ সালের জুলাইয়ের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য