1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিমালয়ের জলবায়ু

১১ মে ২০১২

জলবায়ু পরিবর্তন ভারতের বনভূমি বিশেষ করে আপার হিমালয় অঞ্চলের অরণ্যের ওপর বাড়তি চাপ ফেলছে৷ ইতিমধ্যেই বিপন্ন হিমালয় সন্নিহিত এলাকার বিরল প্রজাতির গাছপালা৷ জাতিসংঘের এক রিপোর্টে একথা বলা হয়৷

https://p.dw.com/p/14tuo
ছবি: picture-alliance / dpa

জাতিসংঘের ‘ফ্রেমওয়ার্ক কনভেনশন' সংক্রান্ত জাতীয় সম্মেলনের ঐ রিপোর্ট প্রকাশ করে ভারতের পরিবেশ ও বনমন্ত্রী জয়ন্তী নটরাজন বলেন, জাতীয় স্তরে বনাঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের অভিঘাত প্রায় ৪৫ শতাংশ, বিশেষ করে আপার হিমালয় অঞ্চলে৷ নানা রকমের চ্যালেঞ্জ সামনে৷ যেমন ক্রমবর্ধমান জনবসতি, জঙ্গল মাফিয়াদের গাছ কাটা, গবাদি পশুর বিচরণ ইত্যাদি৷ এর ঠিকমত মোকাবিলা করতে না পারায় হিমালয় বনভূমির বহু বিরল প্রজাতির গাছপালা আজ বিপন্ন৷

ডিজিটাল ম্যাপিং-এর ভিত্তিতে তৈরি মানচিত্রে গোটা দেশকে ভাগ করা হয় ১ লক্ষ ৬৫ হাজার গ্রিডে৷ তারমধ্যে ফরেস্ট গ্রিড ৩৬ হাজার৷ আপার হিমালয় অঞ্চল ছাড়া বিরল প্রজাতির গাছপালা আছে মধ্য ভারতের একাংশে ও উত্তর-পশ্চিমের বনাঞ্চলে৷

Jigme Khesar Namgyal Wangchuck und Queen Jetsun Pema Heirat
ছবি: dapd

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্য বনঅধিকর্তা বি. মন্ডল ডয়চে ভেলেকে বললেন, লোকসংখ্যা বাড়ছে, বিচরণভূমি বাড়ছে৷ পাহাড়ে বন ধ্বংস হলে ভূমিক্ষয় হয়৷ ভূমিধ্বস নামে৷ সেই ধ্বস গিয়ে পড়ে পাহাড়ি নদীতে৷ তাতে নদীর গভীরতা কমে যায়৷ নদীর জল ধারণ ও বহন ক্ষমতা কমে যায়৷ ফলে বন্যা হয়৷ নদী তার গতিপথ পাল্টায়৷ বনের কিছু এলাকা, বহু গ্রাম তলিয়ে যায় নদীগর্ভে৷

জলবায়ুর পরিবর্তনের দরুণ এটা হয়? নাকি এটা হলে জলবায়ুর পরিবর্তন হয়? সেটা কোটি টাকার প্রশ্ন৷

অন্যদিকে, গতকাল প্রকাশিত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি রিপোর্টে বলা হয়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার মানুষের আর্থিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হলে জলবায়ু পরিবর্তনের দিকে আরো বেশি নজর রাখতে হবে৷ দারিদ্র মোচন ও প্রবৃদ্ধি বাড়াতে কার্বন নিঃসরণের মাত্রা আরো কম করতে হবে বিকাশমুখী দেশগুলিকে৷ শিল্পউৎপাদন, ফসল চাষ, গবাদি পশুর খাদ্য এবং বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি পালটাতে হবে৷ আর কার্বন নিঃসরণের মাত্রা কম করলে শুধু পরিবেশই নয়, গরীবদের কাজের সুযোগ বাড়বে, বাড়বে আয়৷

ভারত অবশ্য এই রিপোর্টকে বলেছে একপেশে৷ রিপোর্টটি কার্বন নিঃসরণে উন্নত দেশগুলির ভূমিকা সম্পর্কে নীরব থেকেছে৷ বলেছে, উন্নত বিশ্ব উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে৷ ভারতের মতে, কিয়োটো প্রটোকল বা কানকুন সম্মেলন কিন্তু সেকথা বলছেনা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য