1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোমারে সাওয়া ফিফার বর্ষসেরা প্রমীলা ফুটবলার

১১ জানুয়ারি ২০১২

২০১১ সালের ফিফার বর্ষসেরা প্রমীলা ফুটবলার হিসেবে পুরস্কৃত হলেন জাপানের হোমারা সাওয়ার৷ জার্মানিতে ২০১১ সালের মহিলা বিশ্বকাপে জাপানকে সাওয়া এনে দেন বিশ্বকাপ৷

https://p.dw.com/p/13hJC
Homare Sawa
প্রমীলা ফুটবল জগতে নিজের জায়গা করে নিয়েছেন হোমারেছবি: dapd

সুইজারল্যান্ডের জুরিখে হোমারে সাওয়ার হাতে বালোঁ দ'অর তুলে দেয়া হয়৷ গত বছর সবচেয়ে বেশি গোল করার জন্য তিনি পেয়েছিলেন গোল্ডেন বুট এবং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হিসেবে গোল্ডেন বল৷ বলা যেতে পারে বাকি ছিল শুধু বালোঁ দ'অর৷

৩৩ বছর বয়স্ক হোমারে সাওয়া পুরস্কার হাতে নেন জাপানের ঐতিহ্যাবাহী পোশাক কিমোনো পরে৷ এই প্রথম এশিয়ার কোন ফুটবলার ফিফার গোল্ডেন বল পুরস্কার পেলেন৷

Japan Weltmeister Frauenfußball 2011 Flash-Galerie
কোচ নোরিও সাসাকি’র সঙ্গে হোমারে সাওয়াছবি: picture-alliance/Sven Simon

বলা প্রয়োজন, একই অনুষ্ঠানে ফিফার সেরা ফুটবলার হিসেবে পুরস্কৃতর হন আর্জেন্টিনার লিওনেল মেসি৷ দুজেনই পুরস্কার হাতে নিতে ক্যামেরাম্যানদের সামনে দাঁড়ান৷ পুরস্কার পাওয়ার পর আনন্দের সঙ্গে সাওয়া জানান,‘‘পুরস্কার হাতে নেয়ার পর আমার মনে হয়েছে এটাতো ভীষণ ভারি!'' জাপানের এনএইচকে টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে হোমারে সাওয়া জানান,‘‘জাপানের ফুটবলের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হল৷''

জাপানের কোচ নোরিও সাসাকিও প্রমীলা দলের সেরা কোচ হিসেবে ফিফার পক্ষ থেকে পান একটি পুরস্কার৷ প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোডা হোমারে সাওয়ার পুরস্কার পাওয়া প্রসঙ্গে বলেন,‘‘নতুন এক বছরের সূচনা হল৷ হোমারে সাওয়া আমাদের গর্ব৷''

উল্লেখ্য, গোটা জাপান যখন ভয়াবহ সুনামির আঘাতে বিপর্যস্ত, দেশের প্রমীলা ফুটবল দলের বিজয় জাপানের মানুষের মনে এনে দেয় নতুন এক আশা৷ 

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য