1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১০০ ভারতীয় বন্দিকে ছেড়ে দিল পাকিস্তান

৮ এপ্রিল ২০১৯

শুভেচ্ছার ইঙ্গিত হিসাবে সোমবার ১০০ জন ভারতীয় বন্দিকে মুক্ত করলো পাকিস্তান৷ এপ্রিলেই আরো বেশ কয়েকজন ভারতীয় বন্দিকে ছাড়া হবে বলে জানা গেছে৷

https://p.dw.com/p/3GSc0
Brasilien Gefängnis Überfüllung Archiv 2006
ছবি: picture-alliance/dpa

এবছরের শুরুতে কাশ্মীরকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল৷ চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ পারমাণবিক শক্তি হওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগও বাড়ছিল৷ তবে ভারতীয় পাইলট অভিনন্দন বার্তামানকে ফিরিয়ে দেয়ার পর থেকে আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে দুই দেশের সম্পর্ক৷

সোমবার পাকিস্তানের করাচি সেন্ট্রাল জেল থেকে ১০০ জন ভারতীয় বন্দিকে মুক্ত করার খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলের মুখপাত্র মাশুক আলি৷ লাহোরের কাছে ভারতের ওয়াঘা সীমান্তের পাশেই ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে এই বন্দিদের৷

‘শুভেচ্ছার ইঙ্গিত'

এপ্রিলের ১৫, ২২ ও ২৯ তারিখে আরো বেশ কয়েকজন ভারতীয় বন্দিদের ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান৷ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল গত সপ্তাহেই জানান, ‘‘মোট ৩৬০ জন ভারতীয় বন্দিকে মুক্ত করা হবে, যার মধ্যে রয়েছেন ৩৫৫ জন মৎস্যজীবী ও ৫ জন সিভিলিয়ান৷''

শুভেচ্ছার এই ইঙ্গিতের উত্তরে ভারতের কাছেও একই আচরণ আশা করছে পাকিস্তান৷

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভারতীয় জেলে বর্তমানে ৩৪৭ জন পাকিস্তানি বন্দি রয়েছেন৷ আর পাকিস্তানের জেলে ভারতীয় বন্দির সংখ্যা ৫৩৭৷

ভারত কর্তৃপক্ষের কাছ থেকে বন্দিদের মুক্ত করা বিষয়ে এখনও কোনো খবর পাওয়া যায়নি৷

এসএস/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান