1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৯ এপ্রিল শুরু সাত পর্বের লোকসভা ভোট, ফল ৪ জুন

১৬ মার্চ ২০২৪

সাতটি পর্বে এবার লোকসভা নির্বাচন হবে ভারতে। ভোট শুরু ১৯ এপ্রিল, সপ্তম পর্বের ভোট হবে ১ জুন।

https://p.dw.com/p/4dnd9
ভারতীয় লোকসভা
২০২৪ সালের নির্বাচন ঘোষণাছবি: AP Photo/picture alliance

প্রথম পর্বের ভোট হবে ১৯ এপ্রিল। দ্বিতীয় পর্ব ২৬ এপ্রিল। তৃতীয় পর্ব ৭ মে। চতুর্থ পর্বের ভোট হবে ১৩ মে। পঞ্চম পর্বের ভোট হবে ২০মে। ষষ্ঠ পর্বের ভোট হবে ২৫ মে। সপ্তম পর্বের ভোট ১ জুন। সবমিলিয়ে ভোটপর্ব চলবে ৪৭ দিন ধরে।

ভোটের ফলাফল প্রকাশিত হবে ৪ জুন। ১৬ জুন চলতি লোকসভার মেয়াদ শেষ হয়ে যাবে। তার মধ্যেই নতুন লোকসভা তৈরি করতে হবে।

পশ্চিমবঙ্গে সাতটি পর্বেই ভোট হবে। প্রথম পর্ব অর্থাৎ, ১৯ এপ্রিল ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। দ্বিতীয় পর্ব অর্থাৎ, ২৬ এপ্রিল ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে। ৭ মে অর্থাৎ, তৃতীয় পর্বে ভোট হবে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে। চতুর্থ পর্বের ভোট হবে ১৩ মে। এদিন বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোলে। ২০ মে, পঞ্চম পর্বের নির্বাচনে ভোট হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া এবং আরামবাগে। ২৫ মে ষষ্ঠ পর্বের নির্বাচনে ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বিষ্ণপুরে। ১ জুন শেষ পর্বের ভোট। পশ্চিমবঙ্গে ওই দিন ভোটগ্রহণ হবে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং দমদমে।

প্রথম পর্বের নির্বাচন ১৯ এপ্রিল। এদিন ২১টি রাজ্যের ১০২ টি আসনে ভোটগ্রহণ হবে। ২৬ এপ্রিল দ্বিতীয় পর্বে ১৩টি রাজ্যের ৮৯টি আসনে ভোট হবে। ৭ মে তৃতীয় পর্বে ১২টি রাজ্যে ৯৪টি আসনে ভোট হবে। চতুর্থ পর্বের ভোট ১৩ মে। ওই দিন ১০টি রাজ্যের ৯৬টি আসনে ভোট। ২০ মে পঞ্চম পর্বের ভোট। ৮টি রাজ্যের ৪৯টি আসনে ওইদিন ভোট হবে। ষষ্ঠ পর্বের ভোট হবে ২৫ মে। ৭ রাজ্যের ৫৭টি আসনে ওই দিন ভোট হবে। সপ্তম পর্বের ভোট হবে ১ জুন। ৮ রাজ্যে ৫৭টি আসনে ওই দিন ভোট করানো হবে।

বিধানসভা ভোট

লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হবে। অন্ধ্রে বিধানসভা ভোট হবে ১৩ মে। অর্থাৎ, লোকসভা ভোটের চতুর্থ পর্বে একইদিনে সেখানে বিধানসভা নির্বাচন হবে।

ওড়িশায় ১৮০টি আসনে ভোট হবে ১৩ মে, ২০ মে এবং ২৫ মে তিনদফায় বিধানসভা নির্বাচন হবে। অর্থাৎ, লোকসভা নির্বাচনের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পর্বে একইদিনে সেখানে বিধানসভা ভোট হবে।

সিকিমে ৩২ টি আসনে নির্বাচন হবে ১৯ এপ্রিল। অর্থাৎ, লোকসভা ভোটের প্রথম পর্বেই সেখানে বিধানসভা ভোট হবে।

অরুণাচল প্রদেশের ৬০টি আসনেও ১৯ এপ্রিল বিধানসভা নির্বাচন হবে। অর্থাৎ, সেখানেও লোকসভা ভোটের প্রথম পর্বেই বিধানসভা ভোট হবে একসঙ্গে।

লোকসভা ভোটের সূচি জানানোর আগে এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এবার সব মিলিয়ে ৯৭ কোটি মানুষ ভোটে অংশ নেবেন। অর্থাৎ, ১৪০ কোটির দেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ৯৭ কোটি মানুষ। এর মধ্যে এক কোটি ৮২ লাখ ভোটার প্রথমবার ভোট দেবেন। নারী ভোটারের সংখ্যা ৪৭ দশমিক এক কোটি। ৮৮ লাখ প্রতিবন্ধী ভোটার এবারের নির্বাচনে অংশ নেবেন। ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা ৪৮ হাজার। ৮৫ বছরের বেশি বয়সের ৮৮ লাখ ভোটার আছেন। তাদের বাড়ি গিয়ে ভোট নিয়ে আসার ব্যবস্থা করা হবে। তবে কেউ বুথে গিয়ে ভোট দিতে চাইলে, তাতে আপত্তি করা হবে না।

মুখ্য নির্বাচন কমিশনার এদিন জানিয়েছেন, এবারের ভোটে তাদের লক্ষ্য সহিংসতা মুক্ত নির্বাচন। এর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক সীমান্তে ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে। এছাড়াও সামাজিক মাধ্যমের পোস্টের উপর নজরদারি চালানো হবে। হেট স্পিচ বা ভুয়া খবরকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই নজরদারি চালানোর জন্য প্রতিটি জেলায় একটি করে বুথ তৈরি করা হচ্ছে। একজন করে অফিসারও সেখানে নিয়োগ করা হবে।

এসজি/জিএইচ (নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক)