1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০২৩ সালে ভারতের সাফল্যের পাল্লাই ভারি

গৌতম হোড়
গৌতম হোড়
২৯ ডিসেম্বর ২০২৩

বিদায়ী বছরে অর্থনীতি চাঙ্গা ছিল, রাজনীতিতে ছিল ঘটনার ঘনঘটা, বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ছিল, কিছু চিন্তাজনক ঘটনাও ছিল।

https://p.dw.com/p/4ah7r
চন্দ্রযান-৩ রকেট উৎক্ষেপনের মুহূর্ত৷ পতাকা নাড়ছেন মানুষ
২০২৩-এ ভারতের অন্যতম বড় সাফল্য চন্দ্রযান ৩-এর চাঁদে সফল অবতরণ।ছবি: R.Satish Babu/AFP/Getty Images

প্রত্য়েকটা বছরেরই কিছু ভালো মুহূর্ত থাকে কিছু খারাপ, কিছু সুখের ঘটনা থাকে কিছু দুঃখের, কিছু বিপজ্জনক প্রবণতা থাকে কিছু উৎসাহব্যাঞ্জক। ২০২৩-ও তার ব্যতিক্রম নয়। ভারতের ক্ষেত্রে ২০২৩ বিশেষ উল্লেখযোগ্য বছর হিসাবে গণ্য হবে।

কারণ, এই বছরেই তো ভারত জনসংখ্যার নিরিখে চীনকে পিছনে ফেলে বিশ্বের এক নম্বর দেশ হয়েছে।  এটা অবশ্য সাফল্য না ব্যর্থতা তা নিয়ে বিতর্ক আছে। আবার ২০২৩ সালে ইউক্রেন-রাশিয়া ও ইসরায়েল-হামাস যুদ্ধের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি প্রবল চাপে পড়েছে। ভারত কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রমী কয়েকটা দেশের মধ্যে অন্যতম। ২০২৩ সালে ভারতীয় অর্থনীতি তেজি ঘোড়ার মতো ছুটেছে। এই বছর ভারতে জি২০ বৈঠকে যোগ দিতে শি জিনপিং ও পুটিন বাদে বিশ্বের প্রভাবশালী নেতারা এসেছেন। জার্মানির চ্যান্সেলর তো তিনবার এসেছেন। আবার এই বছরই শিখ নেতাকে হত্যার সূত্র ধরে ক্যানাডার সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

এই বছরেই মণিপুরে জাতিগত সংঘাতের ভয়াবহ রূপ দেখা গেছে। আবার মেঘভাঙা বৃষ্টি, চকিত বন্যা, ভয়ংকর ধস, একাধিক শহর বৃষ্টির জলে ডুবে যাওয়া, রেল দুর্ঘটনা, উত্তরাখণ্ডে টানেল ধসে শ্রমিকদের আটকা পড়ার মতো ঘটনাও ঘটেছে। তারপরেও এই বছরে সাফল্যের ঘটনার সংখ্যাও কম নয়।

রাজনীতির ক্ষেত্রে গোটা বছর ধরে ভারতে ছিল ঘটনার ঘনঘটা। রাজ্য নির্বাচনে বিজেপি-র জয়, একের পর এক বিরোধী নেতার বিরুদ্ধে সিবিআই-ইডি তদন্ত, রাজনীতিকদের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে রক্তস্রোত, রাহুল গান্ধীকে সংসদ থেকে বহিষ্কার, বছরের শেষ ভাগে এসে দুর্নীতির অভিয়োগে মহুয়া মৈত্রের সাংসদ পদ খোয়ানো এবং লোকসভায় দুই বিক্ষোভকারীর ঝাঁপিয়ে পড়া, তার জেরে বিরোধ দেখাতে গিয়ে রেকর্ড সংখ্যক বিরোধী সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করা। এককথায় নাটকীয় ঘটনায় ভরা ছিল ভারতের রাজনীতি।

ভারতে অসাম্প্রদায়িকতাই জয়ী হবে: জাভেদ আখতার

সেই তো দিচ্ছে, সেই তো নিচ্ছে

অর্থনীতির কথায় আসি। কোনো দেশের অর্থনীতি চাঙ্গা থাকলে দেশের মানুষ ভালো থাকে। তাদের হাতে টাকা আসে। কর্মসংস্থানের ব্যবস্থা হয়, গরিবদের বিনা পয়সায় খাবার ও অন্য সুবিধা দেয়া যায়। করের টাকা কম করা যায়। পরিকাঠামোর পিছনে সরকার খরচ করতে পারে।

এই বছরই ভারত বিশ্বের পঞ্চম সবচেয়ে বড় অর্থনীতির দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে। ভারতের মানুষের মাথাপিছু আয় ভয়ংকরভাবে না বাড়লেও বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়াটা কম বড় কথা নয়।

গত অক্টোবরে ওয়ার্ল্ড ব্য়াংক যে ইন্ডিয়া ইকোনমি আপডেট দিয়েছে, তাতে বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্লোবাল চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতীয় অর্থনীতি ২২-২৩ সালে সাত দশমিক দুই শতাংশ হারে বেড়েছিল। জি২০ দেশগুলির মধ্যে বৃদ্ধির হারে ভারত ছিল দ্বিতীয়। ২৩-২৪ সালে ভারতের জিডিপি বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে ছয় দশমিক তিন শতাংশ, পরিষেবা ক্ষেত্র বাড়বে সাত দশমিক চার শতাংশ ও বিনিয়োগ বাড়বে আট দশমিক নয় শতাংশ।

মুডি জানিয়েছে, দেশের ভিতরে প্রবল চাহিদার কারণে ভারতীয় অর্থনীতির বৃদ্ধি হবে ছয় দশমিক সাত শতাংশ হারে। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মেক্সিকো এবং ভারতের ভাগিদারী বাড়বে। এই চার দেশ গ্লোবাল গ্রোথের ইঞ্জিন হিসাবে কাজ করতে পারে।

অর্থনীতির দিক থেকে খুবই সুসংবাদ সন্দেহ নেই। তবে অবিমিশ্র ভালো খবর বলে যেমন কিছু হয় না, তেমনই অর্থনীতির ক্ষেত্রে ভারতের এই উল্লেখযোগ্য সাফল্য়ের পাশাপাশি রিপোর্টে বলা হয়েছে, বছরের শেষদিকে আবহাওয়াজনিত কারণে নিত্যপ্রোয়জনীয় জিনিসের দাম অনেকটাই বেড়ে গেছে। আর এরকম হলে সাধারণ মানুষ চিন্তায় থাকেন।

তবে গরিব ও নিম্নবিত্তদের জন্য ভারত সরকার ইতিমধ্যেই একটা সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। দেশের ৮০ কোটি মানুষকে আরো পাঁচ বছর বিনা পয়সায় রেশন দেয়া হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, গরিবরা মাসে পাঁচ কেজি চাল-গম বিনা পয়সায় পাবেন। তাছাড়া দুই-তিন টাকা কেজি দরে চাল-গমও তারা জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুসারে পেতে থাকবেন। যাদের রেশন কার্ড আছে, তারা এই সুবিধা পাবেন। খাদ্য সুরক্ষা আইন অনুয়ায়ী গরিবরা প্রতি মাসে পরিবারপিছু ৩৫ কেজি চাল-গম দুই বা তিন টাকায় পাবেন। 

সন্দেহ নেই, লোকসভা নির্বাচনের সময় মোদী তথা বিজেপি-র প্রচারে অন্যতম সাফল্য হিসাবে এটা তুলে ধরা হবে। উত্তরপ্রদেশের বিধনাসভা ভোট কভার করতে গিয়ে দেখেছিলাম, সকলেই জানিয়েছিলেন, তারা নিয়ম করে বিনা পয়সায় রেশন পান। তার মান নিয়ে কিছু মানুষের অনুয়োগ থাকলেও, এর ফলে তাদের জীবনযাপন যে সহজ হয়েছে, সে কথাও তারা স্বীকার করে নিয়েছিলেন।

রাজনীতি তার নিজের পথে চলে

আইন ও রাজনীতি তার নিজের পথে চলে। আর ভারতের রাজনীতি বড়ই জটিল। রাজ্যের দলগুলি জাতীয় স্তরে যে বিষয়গুলি নিয়ে ভয়ংকরভাবে সোচ্চার হয়, রাজ্যে তারা ঠিক সেই কাজগুলিই করে। আবার ঠিক উল্টোটাও ঘটে। জাতীয় স্তরে যে বিষয়গুলি নিয়ে ক্ষমতাসীন দল ভয়ংকরভাবে সোচ্চার হয়, রাজ্য়ে তারা ঠিক সেই কাজটাই করে। যেমন কিছুদিন আগে লোকসভা ও রাজ্যসভার ঘটনার দিকে নজর ফেরানো যাক। লোকসভায় দুইজন দর্শক গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়ে। তারপর সুরক্ষায় গাফিলতির অভিযোগ করে বিরোধীরা লোকসভা ও রাজ্যসভার ওয়েলে নেমে পড়ে। স্লোগান দেয়। প্ল্যাকার্ড নিয়ে আসে। তাদের সাসপেন্ড করা হয়। তারপর বিরোধী দলগুলি আওয়াজ তুলেছে, এটা গণতন্ত্রকে হত্যা।

এই বিরোধী দলগুলি যেখানে ক্ষমতায় আছে, সেখানে বিজেপি বিধানসভায় ঠিক একইভাবে ওয়েলে নেমে পড়ে। চিৎকার-চেঁচামেচি করে, স্লোগান দেয়। তখন তাদের নিন্দায় রাজ্যের ক্ষমতাসীন দল সোচ্চার হয়ে ওঠে। বিধায়কদের সাসপেন্ড করা হয়। তাহলে? ওই যে বললাম, রাজনীতি নিজের নিয়মে চলে। সেখানে সাধারণ মানুষ ঠিক নীতিটাকে ধরতে পারে না।

যেমন ধরা যায়নি মণিপুরে। মেইতেই বনাম কুকিদের সংঘাতে পাকে পাকে জড়িয়ে ছিল ও আছে রাজনীতি। একটা রাজ্যে যেরকম ভয়ংকরভাবে সহিংসতা হয়েছে, মানুষ মারা গেছেন, বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, দুই সম্প্রদায় একে অন্য়ের বিরুদ্ধে লড়ে গেছে,, কিন্তু সেখানে রাজনীতিকরা ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর চেষ্টা করেননি।  সেনা, পুলিশ, কম্যান্ডো দিয়ে পরিস্থিতি সামলাবার চেষ্টা হয়েছে। নিজের খেয়ালে চলা রাজনীতির নীতিটাকে ধরা যে বড়ই কঠিন।

এই তো বিরোধী দলগুলি অভিযোগ করে, কেন্দ্রীয় স্তরে মোদী সরকার সংবাদমাধ্যম ও সাংবাদিকদের উপর প্রবল চাপ সৃষ্টি করে। তাই সংবাদমাধ্যম বিজেপি-র পক্ষে কথা বলে। আবার এই একই অভিযোগ, প্রায় প্রতিটি রাজ্যে ক্ষমতাসীন আঞ্চলিক দলের বিরুদ্ধে বিজেপি বা অন্য বিরোধী দল করে। পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ সব রাজ্যে এই অভিযোগ নিয়মিত উঠেছে। সবচেয়ে বিচিত্র অবস্থান নেন সাংবাদিকরা। নিউজক্লিকের বিরুদ্ধে সিবিআই-ইডি ব্যবস্থা নিলে কলকাতায় সাংবাদিকদের মিছিল হয়, বিক্ষোভ হয়, বিবৃতি দেয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গে যখন পুলিশ ভোররাতে গিয়ে টিভি সাংবাদিকের বাড়িতে দরজা ভেঙে ঢুকে সাংবাদিক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়, তখন কলকাতায় সাংবাদিকরা চুপ করে থাকেন। বিক্ষোভ, বিবৃতি তখন অদৃশ্য থাকে। কারণ, অভিযোগ তো রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে খবর করার জন্য ওই সাংবাদিকের বিরুদ্ধে এইভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। রাজ্যের বিষয়ে তারা তো মৌন। আইন, রাজনীতি এবং সাংবাদিকরাও নিজের নিয়মেই চলে।

আবার এই ২০২৩-য়ে বিজেপি-র হাত থেকে কর্ণাটক ছিনিয়ে নিয়ে কংগ্রেস একটু উজ্জীবীত হয়েছিল। কিন্তু বছরশেষে বিজেপি আবার তাদের হাত থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থান ছিনিয়ে নিয়েছে।  ফলে গোটা উত্তরভারতে কংগ্রেস তথা বিরোধীরা খুবই কম জায়গায় ক্ষমতায় আছে। হিমাচল ও পাঞ্জাব ও দিল্লি বাদ দিয়ে তারা কোথাও ক্ষমতায় নেই। আবার দক্ষিণ ভারতের ক্ষেত্রে বিজেপি-র একই অবস্থা। সেখানে তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এসেছে। তবে বিজেপি দক্ষিণ ভারতে ভোটপ্রাপ্তির হার বাড়াতে পারছে।  উত্তর ভারতে কংগ্রেসের ভটের হারও কমবেশি একই থাকছে।

২০২৪-য়ে লোকসভা নির্বাচন। নতুন বছরে ভারতে সবচেয়ে বড় ভোটপর্বের জন্য দলগুলি এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নতুন বছরে উত্তর-পূর্ব, উত্তর ও পূর্ব ভারতে যাত্রা করবেন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ২০২৩-এর শেষ থেকেই নিয়মিত বিভিন্ন রাজ্য সফরে যাচ্ছেন বা একের পর এক প্রকল্পের কথা জানাচ্ছেন। যুদ্ধের সাজসজ্জা শুরু হয়ে গেছে। নতুন বছরে তা অনেকটাই তীব্র হবে।

এই ২০২৩-এর ফেব্রুয়ারিতে দিল্লির সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া মদের লাইসেন্স কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে জেলে আছেন। পশ্চিমবঙ্গে সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জ্য়োতিপ্রিয় মল্লিক, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল জেলে আছেন। ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের বাড়ির আলমারি থেকে ৩৫৩ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। পাঁচদিন ধরে ৪০টি টাকা গোনার মেশিন সেই টাকা গুনে শেষ করতে পেরেছে। দিল্লির আরেক সাবেক মন্ত্রী সত্য়েন্দ্র জৈন ও সাংসদ সঞ্জয় সিংও জেলে। সম্প্রতি কেজরিওয়ালকে দুইবার নোটিশ পাঠিয়ে ডেকেছিল ইডি। তিনি যাননি।

পররাষ্ট্রনীতির আঙিনায়

এখনো দিল্লির রাস্তায় শোভা পাচ্ছে ব্য়ানার ও ফ্লেক্সগুলো। জি২০ শীর্ষবৈঠকে যোগদানকারী প্রতিনিধিদের স্বাগত জানানো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জার্মানির চ্যান্সেলর শলৎস, ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ, ব্রাজিলের লুলা, ক্যানাডার প্রধানমন্ত্রী ট্রুডো-সহ জি২০ দেশের অধিকাংশ রাষ্ট্রপ্রধান দিল্লি এলেন।  বিশেষ আমন্ত্রিত হিসাবে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুটিন ও শি জিনপিং ছাড়া বিশ্ব রাজনীতির হুজ হু-রা দিল্লিতে এসেছিলেন। সেখানে ভারত দুইটি কাজ করতে পেরেছিল। আফ্রিকান ইউনিয়নকে জি২০-র সদস্য করা এবং ইউক্রেন নিয়ে সর্বসম্মতিতে প্রস্তাব পাস করানো। সেখানে রাশিয়ার নামে সরাসরি কোনো অভিযোগ ছিল না। এই এই প্রস্তাবে অ্যামেরিকা, ইইউ, চীন, রাশিয়াকে সম্মত করানো ছিল বড় কূটনৈতিক সাফল্য।

জি২০-র বৈঠক ছড়িয়ে দেয়া হয়েছিল বিভিন্ন রাজ্যে। দিল্লিতে এর জন্য নতুন আন্ডারপাস, পার্কিং, গ্রাফিটি করা হয়েছে। এমনকী যে সব জায়গায় প্রতিনিধিরা গেছেন, সেই সব জায়গাগুলিকেও সাজিয়ে তোলা হয়েছে। সাঁচিতে প্রতিনিধিরা বৌদ্ধ স্তূপ দেখতে যাবেন সেখানে সরকারি রেস্তোরাঁর হাল পর্যন্ত বদলে ফেলা হয়েছিল।

তাছাড়া গোটা ২০২৩ জুড়ে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী,প্রতিরক্ষামন্ত্রী ও গুরুত্বপূর্ণ নেতারা এসেছেন। সস্তায় রাশিয়ার তেল যাতে ভারত না কেনে তার জন্য চাপ দেয়া হয়েছে। ভারত যাতে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোট দেয়, তার জন্যও চাপ এসেছে। কিন্তু সেই সব চাপ কাটিয়ে উঠতে পেরেছে ভারত। তারা রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়েছে। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি।

চাঁদে পা

২০২৩-এ ভারতের অন্যতম বড় সাফল্য চন্দ্রযান ৩-এর চাঁদে সফল অবতরণ। চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে নেমেছিল চন্দ্রযান। এই প্রথম সেখানে কোনো মহাকাশযান নামলো।  ছয়শ কোটি টাকার এই চন্দ্রাভিযান শুধু যে সফল হয়েছে তাই নয়, চাঁদ সম্পর্কে অমূল্য বৈজ্ঞানিক তথ্য পাঠিয়েছে ল্যান্ডার বিক্রম ও রোবট প্রজ্ঞান। অসংখ্য ছবি এসেছে। চাঁদ সম্পর্কে বিশেষ করে চাঁদে বরফ নিয়ে ভবিষ্য়ৎ বৈজ্ঞানিক গবেষণার কাজে লাগবে এই সব তথ্য।

২০২৩-এই সৌর অভিযানেও গেছে মহাকাশযান আদিত্য এল ১। ২০২৪-এর ৬ জানুয়ারির মধ্যে সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী ল্যাগরাঞ্জিয়ান পয়েন্টে ঢুকবে ভারতের সৌরযান আদিত্য এল-১। তারপর শুরু হবে তার তথ্য পাঠানো।

ফলে ২০২৩ ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য বছর।

পরিবেশ-চিন্তা

২০২৩-এ ভারতে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। জুলাই মাসে প্রবল বৃষ্টি, ঝড়, মেঘভাঙা বৃষ্টি, চকিত বন্যা, ধসে বিপর্যস্ত হয় হিমাচল প্রদেশ। প্রচুর মানুষ মারা যান। সরকারি হিসাবে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

অক্টোবরে সিকিমের হ্রদে মেঘভাঙা বৃষ্টির ফলে চকিত বন্যায় ৭০ জন মারা গেছেন। ধস নেমেছে। বিপর্যস্ত হয়েছে বিশাল এলাকা। তিস্তার জলে ভেসে মৃতদেহ চলে এসেছে জলপাইগুড়িতে।

নভেম্বরে উত্তরাখণ্ডে চারধাম যাত্রার রাস্তা তৈরির সময় একটি টানেলে ধসে নেমে আটকে যান ৪১ জন শ্রমিক। চারশ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর তাদের সকলকে জীবীত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু এই ঘটনা পরিবেশের তোয়াক্কা না করে উন্নয়নের প্রয়াস নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।

এছাড়া প্রবল বৃষ্টির ফলে পুরোপুরি জলমগ্ন হয়েছে চেন্নাই ও বেঙ্গালুরু, ডিসেম্বরে বন্য়া হয়েছে তামিলনাড়ুতে। ফলে পরিবেশরক্ষার জন্য ভারতের প্রয়াস কতটা ফলপ্রসূ তা নিয়ে চিন্তা দেখা দিয়েছে।

 অন্য সাফল্য 

খেলাধুলার ক্ষেত্রেও ২০২৩ ছিল ভারতের কাছে সাফল্যের বছর। এশিয়ান গেমসে ভারত একশর বেশি পদক পেয়েছে। ক্রিকেটে একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠেও ভারত হেরে গেছে। আর ফুটবলে ফিফার তালিকায় প্রথম একশ দেশের মধ্য়ে আসতে পেরেছে ভারত। তবে এই বছরই কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূ,ণ শরণ সিংকে নিয়ে ভয়ংকর বিতর্ক হয়েছে। যা এখনো চলছে।

গত কয়েক বছর ধরে শাহরুখ খানের কোনো ছবি রিলিজ করেনি। ২০২৩-এ বলিউড বাদশার তিনটি সিনেমা রিলিজ করেছে। জওয়ান, পাঠান ও ডাঙ্কি। প্রথম দুইটি সুপারডুপার হিট। ডাঙ্কি এখন সিনেমাহলে চলছে। সলমনের টাইগার থ্রি, রণবীর কাপুরের অ্যানিমাল, গদর ২-র মতো বেশ কয়েকটি সিনেমা হিট করেছে। ফলে বলিউড আবার চাঙ্গা হয়ে উঠেছে।

২০২৩ সালেই নতুন সংসদ ভবন পেয়েছে ভারত। এই নতুন সংসদ ভবনে এখন লোকসভা ও রাজ্যসভার অধিবেশন হচ্ছে।

২৪-এর চ্যালেঞ্জ

রাজনীতির ক্ষেত্রে ২০২৪ সালের সবচেয়ে বড় ঘটনা হলো লোকসভা ভোট। এপ্রিল-মে মাসে লোকসভা ভোট হওয়ার কথা। নরেন্দ্র দামোদরদাস মোদী হ্যাটট্রিক করতে পারবেন, নাকি বিরোধীদের ইন্ডিয়া জোট তাকে রুখতে পারবে, এই প্রশ্নের জবাব পাওয়া যাবে সম্ভবত মে মাসে।

তার আগে জানুয়ারিতে অযোধ্য়ায় রামমন্দিরের দরজা খুলে যাচ্ছে। এই রামমন্দিরে রামলালার মূর্তিস্থাপন অনুষ্ঠানকে মেগা ইভেন্টে পরিণত করতে চাইছেন মোদী ও যোগী।

বলা হয়েছে, এবার বাবরি মসজিদের জন্য দেয়া জমিতে মসজিদ, হাসপাতালের নির্মাণ শুরু হবে।

ক্ষমতায় যেই আসুক, ২০২৪ সালের বড় চ্যালেঞ্জ হলো অর্থনীতির গতি বজায় রেখে কর্মসংস্তান তৈরি করা এবং চাকরির সুয়োগ বাড়ানো।