1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘৩০ শতাংশের কম ভোট পড়তে পারে’

১ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের হার ৩০ শতাংশের নিচে থাকতে পারে বলে ধারণা প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার৷ নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন৷

https://p.dw.com/p/3X8iF
Bangladesch - Nurul Huda, Leiter der Wahlkommission
ছবি: bdnews24

সারাদিন ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে উপস্থিতির হার খুব কম দেখা গেছে৷ ফলে শেষ পর্যন্ত তা কতোতে দাঁড়ায়, সে নিয়ে আগ্রহ ছিল সাংবাদিকদেরও৷

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সিইসি বলেন, ‘‘নির্বাচন ভালো হয়েছে৷ পার্সেন্টেজ আমি জানি না৷ পার্সেন্টেজ বোধ হয় ৩০ এর নিচে থাকবে; এর বেশি যাবে না আমার মনে হয়''

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ, স্বল্প ভোটার উপস্থিতি এবং আঙুলের ছাপ না মেলার ঘটনা ঘটলেও ‘অনেকটা শান্তিপূর্ণভাবে' শেষ হয়েছে নির্বাচন৷

কিন্তু সাংবাদিকদের সিইসি জানান, ঢাকার এই ভোটে একজনের ভোট আরেকজন দিতে পারেনি, এজেন্ট বের করে দেওয়ার বিষয়ে কোনো অভিযোগও তিনি পাননি

তিনি বলেন, ‘‘এজেন্ট বের করে দেওয়ার বিষয়ে কোনো এজেন্ট অভিযোগ করেনি যে আমাদের বের করে দিয়েছে৷ আমি যেখানে গিয়েছি এজেন্ট ছিল সব দলের, বিএনপি আওয়ামী লীগের ছিল৷ কেন্দ্রে যাওয়ার দায়িত্ব এজেন্টদের, গিয়ে বের হয়ে গেলে অভিযোগ করতে হবে৷ এমন আমরা পাইনি৷''

এডিকে/এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)