1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩৬ রানের লজ্জা কাটিয়ে অস্ট্রেলিয়াকে হারালো ভারত

২৯ ডিসেম্বর ২০২০

ঘুরে দাঁড়ালো ভারত। প্রথম টেস্টে শোচনীয় হারের পর দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারত।

https://p.dw.com/p/3nItr
ভারতের পেসার বুমরা দ্বিতীয় টেস্টে ভালো বল করেছেন। ছবি: Getty Images/Q. Rooney

।দশ দিন আগে ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার লজ্জা গ্রাস করেছিল ভারতীয় ক্রিকেটকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সব চেয়ে কম রানের ইনিংস ছিল সেটি। কিন্তু দশ দিনের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতেই প্রবল পরাক্রান্ত সেই দলকেই আট উইকেটে হারিয়ে দিল ভারত। সেটাও অধিনায়ক ও সম্প্রতি এক দশকের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া বিরাট কোহলিকে ছাড়াই। অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারতীয় টিমের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারল না অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৯৫ রানে, দ্বিতীয় ইনিংসে তারা করেছে ২০০ রান। ভারত প্রথম ইনিংসে করেছিল ৩২৬। দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৭০ রান তুলে নেয় তারা। শুভমন গিল ৩৫ ও অধিনায়ক রাহানে ২৭ রানে অপরাজিত থাকেন।  এর আগে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বুমরা, অশ্বিন, রবীন্দ্র জাদেজা দুইটি করে উইকেট নেন। নবাগত মহম্মদ সিরাজ নিয়েছেন তিনটি উইকেট।

এই জয়ের ফলে ভারতীয় টিম প্রমাণ করে দিল, কোহলিকে ছাড়াই অস্ট্রেলিয়াকে হারানো য়ায়। ৩৬ রানের লজ্জা থেকে তারা ইতিমধ্যেই ঘুরে দাঁড়াতে পেরেছে। আর পেস সহায়ক পিচে স্পিনাররা খুবই ভালো বল করেছেন। ফলে তৃতীয় টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ আরো বাড়ল।

জিএইচ/এসজি(পিটিআই)