1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৮১ দিন পর বাড়ি ফিরলেন খালেদা জিয়া

১ ফেব্রুয়ারি ২০২২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ ৮১দিন পরে আজ বাসায় ফিরলেন৷ এ উপলক্ষে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে৷

https://p.dw.com/p/46LYu
ফাইল ছবিছবি: bdnews24.com

আপাতদৃষ্টিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আবারও যে ব্লিডিং হবে না তার কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী (এফ এম সিদ্দিকী)৷

আজ মঙ্গলবার রাজধানীর এভার কেয়ার হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন৷

বেগম খালেদা জিয়া গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে এ ভর্তি হয়েছিলেন৷ দেশে কোভিডের বিস্তার আবার বেড়ে যাওয়ায় এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি গুলশানের বাসায় ফিরছেন বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন৷ 

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গত ৯ জানুয়ারি তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়৷ গত ১৩ নভেম্বর খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের অধীন ভর্তি হন৷ তাঁর চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়৷

৭৬ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুহুদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন৷ সর্বশেষ গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে' রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকরা৷

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ৷ সরকার আইনের অজুহাত দেখিয়ে বেগম জিয়ার বিদেশে যাওয়া নাকচ করে দেয়৷

এনএস/কেএম (প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য