মুহিত-এরশাদকে নিয়ে স্যাটায়ার | বিশ্ব | DW | 26.07.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ভাইরাল ভিডিও

মুহিত-এরশাদকে নিয়ে স্যাটায়ার

লুই ফনসি এবং ড্যাডি ইয়াংকি ফিচারিং জাস্টিন বিবার৷ হ্যাঁ, বলা হচ্ছে ‘দেসপাসিতো' গানের কথা৷ সেই ‘দেসপাসিতো' গানের বাংলা ভাষার স্যাটায়ার ‘দেশবাসী তো' এখন মাতাচ্ছে বাংলাদেশ৷ এরই মধ্যে ভিডিওটি দেখা হয়েছে ৪০ লাখেরও বেশি বার৷

বিলবোর্ডের শীর্ষ ১০০ তালিকায় ‘দেসপাসিতো' ১১ সপ্তাহ ধরে আছে ১ নম্বরে৷ আর এক সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখতে পারলে এড শিরানের ‘শেপ অফ ইউ'-কে সরিয়ে এই বছরের সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকার রেকর্ড ভাঙবে ‘দেসপাসিতো'৷

১৪ সপ্তাহ শীর্ষে থেকে এই দশকের রেকর্ড আছে ব্রুনো মার্সের ‘আপটাউন ফাংক'-এর দখলে৷ ১৯৯৬ সালে ১৪ সপ্তাহ শীর্ষে থেকে বিদেশি ভাষার গানের রেকর্ড আছে লস দেল রিওর ‘ম্যাকারিনার' দখলে৷

১৯৯৫-৯৬ সালে টানা ১৬ সপ্তাহ শীর্ষে থেকে বিলবোর্ডের ইতিহাসের সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকা গানের রেকর্ড করেছিল মারিয়াহ ক্যারির ‘ওয়ান সুইট ডে'৷

এরই মধ্যে শ্রোতাদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে ‘দেসপাসিতো' কি এই সব রেকর্ড ভাঙার পথেই এগুচ্ছে?

তবে আজকের ভাইরাল ভিডিও ‘দেসপাসিতো' নয়, গানটির বাংলা স্যাটায়ার ‘দেশবাসী তো' নিয়ে৷ বাংলাদেশের ভিডিও বাবা প্রোডাকশনস নামের একটি ইউটিউব চ্যানেল করেছে মূল গানটির স্যাটায়ার৷

মূল গানের ভিডিও এবং কম্পোজিশন ঠিক থাকলেও বদলে দেয়া হয়েছে ভাষা৷ মূল র‍্যাপারের মুখে সুপার ইম্পোজ করে বসানো হয়েছে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মুখ৷

বাদ জাননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও৷ গানের শেষ অংশে আরেক র‍্যাপারের মুখে স্থান পেয়েছে তার মুখ৷

তবে গানের মূল স্প্যানিশ ভাষা বদলে সুর দেয়া হয়েছে বাংলা ভাষায়৷ ভিডিওর বর্ণনায় গায়কের নাম দেয়া আছে তাহসিন আহমেদ, ভিডিও এডিটরের নাম ওয়ালি হাসান

গানের মূল বক্তব্যে সমালোচনা করা হয়েছে নানা ক্ষেত্রে অর্থমন্ত্রীর ভ্যাট বসানো এবং বাজেট নিয়ে৷

ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয় ২৭ জুন৷ মাত্র এক মাসের মধ্যেই ভিডিওটি দেখা হয়েছে ৪০ লাখেরও বেশি বার৷

এডিকে/ডিজি

 

নির্বাচিত প্রতিবেদন