‘অন্বেষণ-এ বিষয় নির্বাচন খুব ভালো ছিল' | পাঠক ভাবনা | DW | 03.06.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘অন্বেষণ-এ বিষয় নির্বাচন খুব ভালো ছিল'

একুশে টিভিতে ডয়চে ভেলের এবারের পর্বটি বেশ আকর্ষণীয় ছিল৷ কাগজ দিয়ে তৈরি করা বাতি এবং ফেলে দেয়া কাঠ দিয়ে তৈরি আসবাবপত্র মেলায় বিক্রি হতে দেখে খুব ভালো লাগলো৷

এসব দেখে আমি সত্যিই দারুণভাবে অভিভূত হয়েছি৷ এভাবেই অন্বেষণ পর্বটি ভালো লাগার কথা জানিয়েছেন প্রফেসর আশরাফুল ইসলাম, থানাপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে৷

গতকালের ক্ষতিপূরণের বিধান রেখে হরতালের সহিংসতা প্রতিরোধে নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার৷ আর সহিংসতার অভিযোগ প্রমাণ হলে রাজনৈতিক দলের নিবন্ধনও বাতিল করা হতে পারে – এই রিপোর্টটি ভালো লাগলো৷ তবে মাহবুব উদ্দিন খোকনের মতে, এটা বিরোধী দলকে দমনের নতুন ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না৷ ঠিকই বলেছেন তিনি৷

চট্টগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়ীদের এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর বলেছেন, নতুন এই আইন প্রণয়ন হলে ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ই ক্ষতিপূরণ পাবেন সহিংসতা সৃষ্টিকারীদের কাছ থেকে৷ আর যদি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সহিংসতার প্রমাণ পাওয়া যায়, তাদের নিবন্ধনও বাতিল করা হতে পারে৷ তিনি বলেন, সহিংসতা কখনো রাজনৈতিক অধিকার হতে পারে না৷ মোহাম্মদ আবদুল্লাহ, উথালী বাজার, চুয়াডাঙ্গা৷

কয়েকদিন আগে এই বন্ধু আমাদের কাছে টেলিফোন করেছিলেন, সাথে ছিলেন মো.হায়দার মাস্টার এবং জোয়াদ কামাল৷

- ধন্যবাদ বন্ধুদের৷ আমরা কিন্তু আরো বেশি মতামত চাই৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন