অন্বেষণ কুইজের বিজয়ী হলেন... | পাঠক ভাবনা | DW | 04.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ কুইজের বিজয়ী হলেন...

অন্বেষণ কুইজের প্রশ্ন ছিল, কিভাবে বড় প্রকল্পে স্বচ্ছতা আনা যেতে পারে? সঠিক উত্তর, থ্রিডি মডেল নতুন হার্ডওয়ার ও সফটওয়ার তৈরির মাধ্যমে বাস্তবের আদলে ত্রিমাত্রিক ভার্চুয়াল জগত গড়ে তোলায় স্বচ্ছতা আনা যেতে পারে৷

উত্তর দিয়েছেন মোট ২২১ জন৷ উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী হয়েছেন শৈবাল ঘোষ, আপনাকে অভিনন্দন! আপনার কাছে বিশেষ অনুরোধ, পুরস্কার পাঠানোর সুবিধার্থে আপনার ঠিকানাটি আমাদের ফেসবুকে মেসেজ বক্স বা ই-মেলে পাঠিয়ে দিন৷ এছাড়া যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

বন্ধুদের সবার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবংওয়েবসাইটের কথা৷ উল্লেখ্য, অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় অন্বেষণ আর ইংরেজিতে লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

আর হ্যাঁ, অন্যান্য বিজয়ী বন্ধুদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এখনো যাঁরা আপনাদের পোস্টাল অ্যাড্রেস পাঠাননি, তাঁরা পাঠিয়ে দেবেন৷ তা না হলে বেশি দেরি করলে আমাদের পক্ষে আর পুরস্কার পাঠানো সম্ভব হবে না৷

এবার মতামত

‘‘সমাজ সংস্কৃতি পাতায় চমত্‍কার ও মজার বিষয়ে সুন্দর প্রতিবেদন পেলাম – ‘‘মচমচে সুস্বাদু বিড়াল ভাজা! ভিয়েতনামের নানা রেস্তোরাঁয় অবিরাম চলছে বিড়াল রান্না৷ তাই যাঁরা বিড়াল পোষেন তাঁরা আছেন আতঙ্কে৷ হ্যাঁ, এটা হওয়াই কথা, কেননা এভাবে চলতে থাকলে দেশের সব বিড়াল একদিন শেষ হয়ে যাবে৷ সেদিন পোষার মতো বিড়াল টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না৷ করা আইন থাকা সত্ত্বেও হোটেল গুলিতে বিড়ালের রমরমা ব্যবসা৷ ভিয়েতনামে যাঁরা হোটেলে গিয়ে বিড়ালের মাংস খান তাঁদের ধরে শাস্তি হওয়া উচিত, তা হলেই বিড়াল মারা বন্ধ হবে৷ আপনারা কী বলেন?'' এভাবেই লিখেছেন হাট সিমলা, সমুদ্র গড়, বর্ধমান থেকে পাঠক বন্ধু প্রদীপ বসাক৷

- কুইজে অংশগ্রহণ ও ওয়েবসাইটের প্রতিবেদন সম্পর্কে মতামত জানানোর জন্য ধন্যবাদ সবাইকে৷ আগামীতেও এভাবেই সাথে থাকবেন বন্ধুরা, কেমন?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন