‘আমার ই-মেল প্রকাশের জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ’ | পাঠক ভাবনা | DW | 21.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আমার ই-মেল প্রকাশের জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ’

আলতাফনগর, বগুড়া, বাংলাদেশ থেকে পুরনো বন্ধু শাহিনুর আলম তাঁর ই-মেলটি শুরু করেছেন ঠিক এভাবে, ‘‘সালাম, নমস্কার ও শুভেচ্ছা নেবেন৷ শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমার আগের ই-মেল প্রকাশ করবার জন্য...৷’’

তিনি লিখেছেন, ‘‘...কিন্তু একটা বিষয় আপনারা পরিষ্কারভাবে বলেননি যে, আমার উপর আপনাদের কোনো অভিমান আছে কিনা৷ নিজেকে আরো দোষী মনে হচ্ছে, আমি আবারও ক্ষমা প্রার্থী৷ আশা করি আমাকে গ্রহণ করবেন৷ আর আপনাদের ফোন নম্বর হারিয়ে ফেলেছি৷ নম্বরটি জানালে খুশি হব৷''

- ভাই শাহিনুর আলম, লেখার জন্য আপনাকে ধন্যবাদ৷ কোনো পাঠক বন্ধুর ওপর আমাদের কোনো রাগ বা অভিমান নেই৷ তাছাড়া রাগের কী কারণই বা আছে, বলুন তো?

আপনি যে আবার লিখতে শুরু করেছেন সেজন্য অনেক ধন্যবাদ, আগামীতেও এভাবেই লিখবেন, কেমন?

শাহিনুর তাঁর ই-মেলে আরো লিখেছেন, ‘‘একজন মা যদি তাঁর বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, তবে সে মায়ের জরায়ু, স্তন ও ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি কমে যায়৷ ‘মায়ের দুধের গুণাগুণ' শীর্ষক ছবিঘরটির তথ্য বেশ ভালো লাগল৷ তাছাড়া গাড়ি হাওয়ায় উড়বে – এই খবর আমার মন ছুঁয়ে গেছে৷ ধন্যবাদ ডয়চে ভেলের বাংলা বিভাগকে৷ নিয়মিত লেখার ইচ্ছা ব্যক্ত করে আজ এখানেই বিদায় নিলাম৷ ভালো থাকবেন৷ শাহিনুর আলম, আলতাফনগর, বগুড়া, বাংলাদেশ৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন