‘ওয়েবসাইট সময়োপযোগী, তথ্যপূর্ণ ও আকর্ষণীয়' | পাঠক ভাবনা | DW | 17.12.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ওয়েবসাইট সময়োপযোগী, তথ্যপূর্ণ ও আকর্ষণীয়'

ডয়চে ভেলের নিয়মিত অনলাইন পাঠক ও টেলিভিশন দর্শক রায়াপুর, অর্জন পাড়া, বাঘমারা, রাজশাহীর বন্ধু আবু সাঈদ ডিডাব্লিউর সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনেকদিন পরে আমাদের কাছে ই-মেল করেছেন৷

তিনি লিখেছেন, ডয়চে ভেলের ওয়েবসাইট খুবই সময়োপযোগী তথ্যপূর্ণ এবং আকর্ষণীয়৷ ব্যবহার করাও খুব সহজ৷ প্রচারিত টিভি অনুষ্ঠান ওয়েবসাইটে ভিডিও আকারে আপলোড করার পাশাপাশি তা লিখিত আকারে প্রকাশ করা হয়, যা খুবই প্রশংসনীয়৷ তাঁর ভাষায়, কোনো কারণে একুশে টিভিতে অনুষ্ঠান দেখতে না পরলে ইউটিউব থেকে দেখি৷ টিভি অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির সব অভিনব খবর জানতে পারছি৷

ডয়চে ভেলের ফেসবুক খুব সক্রিয়, তবে কয়েকদিন আগে ফেসবুকে ১৮ দলের অবরোধ চলাকালে ‘প্রেস' লেখা একটি মোটর সাইকেলের ছবি এবং জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘কসাই কাদের মোল্লা' বলে আখ্যায়িত করায় ডয়চে ভেলেকে নিয়ে অনেক বির্তকের সৃষ্ট হয়েছে৷ এতে ডয়চে ভেলের জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে বলে আমার মনে হয়৷ ডয়চে ভেলে ইচ্ছা করলেই কাদের মোল্লাকে ‘কসাই কাদের' এবং অস্পষ্ট ছবি না দিয়ে এই বির্তক থকে দূরে থাকতে পারতো৷ আশা করি আমার মতামতকে খারাপ ভাবে নেবেন না৷

ধন্যবাদ ভাই আবু সাঈদ৷ এবার অনেকদিন পর আমাদের কাছে লিখলেন৷ আপনি সহ অন্য পাঠক বন্ধুদের অনুরোধ করছি, মতামত জানিয়ে লেখার জন্য৷ কারণ গত কয়েকদিন থেকে মতামত জানিয়ে লেখা খুবই কম ই-মেল পেয়েছি আমরা৷

প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন৷ আপনাদের সবার প্রতি রইলো আমাদের অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন