‘গ্লোবাল টাইগার ডে’ | পাঠক ভাবনা | DW | 30.07.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘গ্লোবাল টাইগার ডে’

গতকাল ছিলো ‘গ্লোবাল টাইগার ডে’, তাই প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে উদ্ভিদ ও জীব বৈচিত্র্যের সংরক্ষণ খুবই জরুরি যা আজ বিলুপ্তির মুখে৷ আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষ্যে বাঘ নিয়ে ছবিঘরটি ছিলো প্রাসঙ্গিক ও যথাযথ৷

জার্মানির রাইনল্যান্ড অঞ্চলের প্রোটেস্ট্যান্ট গির্জার যাজক ‘উভে রিসকে'র সংকটগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর কথা শুনে খুব অনুপ্রাণিত হলাম৷ রক সংগীতের ব্রিটিশ সুপারস্টার মিক জ্যাগার-এর ৭০তম জন্মদিন স্মরণে তাঁর জীবনের ওপর আলোকপাত ভালো লাগলো৷

ইন্টারনেট এর লিঙ্ক ওপেন করে অন্বেষণ এর পর্ব ১৫ দেখে নিলাম৷ যেহেতু টিভিতে আমরা এই অনুষ্ঠান দেখতে পাই না, তাই ইন্টারনেট থেকেই দেখে নিতে ও শুনে নিতে হয়৷ তারপর ওয়েবসাইটের পাতা থেকে আবার পড়ে নিই বিষয়গুলো সম্পর্কে৷ এই যেমন আজ অফিসে বসে কাজের ফাঁকে দেখে ও শুনে নিলাম মানুষের হাতে তৈরি কৃত্রিম হীরা সম্পর্কে এবং ভারতের মধ্য প্রদেশের পান্নায় হীরা শিল্পের পেছনে দুর্নীতি, শিশুশ্রম, অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করার এক অন্ধকার জগত সম্পর্কে৷ আফ্রিকার রুয়ান্ডায় সম্পূর্ণ নিজের চেষ্টায় সহজ উপায়ে জলবিদ্যুৎ উত্পাদনের কাহিনী শিক্ষা ব্যবস্থায় ভারত, গুয়াতেমালা ও ঘানার সংক্ষিপ্ত খতিয়ান সম্পর্কে ও কম্পিউটারের সাহায্যে ভাষা শিখে নেওয়া সম্পর্কে বিস্তারিত পরিবেশনা৷ যেখান থেকে পেয়ে গেলাম বেশ কিছু নতুন নতুন তথ্য ও উদ্ভাবনী শৈলী সম্পর্কে৷

সমাজ সংস্কৃতি পাতায় কলকাতার জার্মান কনসুলেটে নৈশ অনুষ্ঠানে সাউথ ক্যালকাটা ট্রেকার্‌স অ্যাসোসিয়েশনের চার পর্বতারোহীর গঙ্গোত্রী- থ্রি অভিযানের রোমাঞ্চকর কাহিনীর কথা পড়ে রোমাঞ্চ অনুভব করেছি৷

খেলার পাতায় জার্মান ফুটবল নিয়ে নতুন নতুন পরিবেশনাগুলো ভালো লাগছে৷ ইউরোপ সেরা জার্মান মহিলা ফুটবল দলকে অসাধারণ সাফল্যের জন্য জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন৷

-লম্বা ই-মেলটি পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন