1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার ক্রিকেটারের কথা বিশেষভাবে মনে করলেন ধোনি

৪ এপ্রিল ২০১১

বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলকে নিয়ে চলছে এখন উৎসব আনন্দ৷ রোববার ভারতীয় প্রেসিডেন্ট প্রতিভা পাটিলের পক্ষ থেকে জাতীয় দলকে দেওয়া হলো অভ্যর্থনা৷ আর এই সাফল্যের পেছনে ধোনি চারজনের কথা বিশেষভাবে উল্লেখ করলেন৷

https://p.dw.com/p/10msV
মাহেন্দ্র সিং ধোনি (ফাইল ছবি)ছবি: UNI

মাত্র আট বছর আগে খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত বিশ্বকাপটা ছোঁয়া হয়নি সৌরভ গাঙ্গুলির৷ ওয়ান্ডারার্সের সেই অতৃপ্তি পুরোপুরি মিটিয়ে দিলেন তাঁর সময়েই দলে সুযোগ করে নেওয়া মাহেন্দ্র সিং ধোনি৷ ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ার পর থেকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন এই উইকেটকিপার কাম ব্যাটসম্যান৷ প্রথমে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা, এরপর তাঁর হাত ধরেই ভারত এখন টেস্ট ক্রিকেটের তালিকায় এক নম্বর দল৷ কিন্তু এরপরও যেন একটা বড় অতৃপ্তি থেকেই যাচ্ছিল৷ শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই অতৃপ্তি পুরোপুরি মুছে গেল৷ ক্যারিবীয়দের দুইবার বিশ্বকাপ জয়ের সমান উচ্চতায় এখন ধোনির দল৷

Sourav Ganguly
গাঙ্গুলির সাফল্যকে ছাড়িয়ে গেলেন ধোনিছবি: AP

ভারতীয় দলের এই দুর্দান্ত সাফল্য নিয়ে চলছে নানা আলোচনা পর্যালোচনা৷ এটা হঠাৎ করেই হয়নি, বছরের পর বছর ধরে দলটিকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে৷ বিশ্বকাপ জয়ের পর ধোনি এক প্রতিক্রিয়ায় সেটিই জানালেন৷

আজকের ভারতীয় দলের এই সর্বোচ্চ মানের ক্রিকেটের পেছনে চার জনের বিশেষ অবদানের কথা স্বীকার করেন ভারতীয় অধিনায়ক৷ শচীন তেন্ডুলকার, অনিল কুম্বলে, সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড়৷ ধোনি বলেন, ১৯৮৩ সালে বিশ্বকাপ বিজয়ের পরই ভারতীয় ক্রিকেটে একটি বড় পরিবর্তনের ছোঁয়া লাগে৷ মানুষ খেলাটিকে ভালোবাসতে শুরু করে৷ তার কিছুদিন পর আমরা তেন্ডুলকার এবং কুম্বলেকে পাই৷ এরপর ১৯৯৬ সালে গাঙ্গুলি এবং দ্রাবিড়ের আগমনে ভারতীয় ক্রিকেট আরও একধাপ এগিয়ে যায়৷ এই যে ধারাবাহিকভাবে একের পর এক সর্বোচ্চ মানের খেলোয়াড় জন্ম দিয়ে চলেছে ভারতীয় ক্রিকেট, তারই ফলাফল আজ বিশ্বকাপ, এমনটাই মত ধোনির৷

যে চারজনের কথা বিশেষভাবে উল্লেখ করলেন ভারতীয় অধিনায়ক তাদের মধ্যে একজন আজ তারই দলের অংশ৷ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলে খেলে আসছেন তেন্ডুলকার৷ ক্রিকেটের প্রায় সব রেকর্ড নিজের হলেও বিশ্বকাপ নিয়ে একটা দুঃখ ছিল লিটল মাস্টারের৷ সেটাও এখন মুছে গেল৷ এখন শুধু অবসরের আগে একটাই লক্ষ্য, শততম সেঞ্চুরি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য