‘চায়ের আরও অনেক গুণ রয়েছে’ | পাঠক ভাবনা | DW | 21.05.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘চায়ের আরও অনেক গুণ রয়েছে’

আশা করছি সব্বাই ভাল আছেন৷ সমাজ সংস্কৃতি পর্বে জানলাম শ্রীলঙ্কার চায়ে রয়েছে কামোদ্দীপক গুণ৷ চা ছাড়া বাঙালির আড্ডা যেন জমেই না৷ তাই তো কোথাও বেড়াতে গেলে চা চা-ই চাই৷

বাঙালির হালকা আপ্যায়নের মেনুতে চা থাকবেই আর সেই চায়ে যদি পাওয়া যায় কামোদ্দীপক গুণ তাহলে তো পুরুষেরা শ্রীলঙ্কার চা খুঁজবে৷ আশা করা যায় শ্রীলঙ্কান চা ব্যবসায়ীরা ব্যবসায়িক সফলতা পাবেন৷

সংলাপ নয় তালেবানি শক্তির উত্থানের আশংকা – প্রতিবেদনটি পড়লাম৷ এই প্রতিবেদন থেকে বুঝলাম, চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের আশা ছেড়ে দিয়েছেন বিশ্লেষকরা৷ তাঁরা বলছেন, দু'টি প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি কেউ কাউকে ছাড় দেবেনা৷ গত দুই-তিন দিনে তা পরিষ্কার হয়ে গেছে৷ তাই আরো চরম সংঘাত-সংঘর্ষ অনিবার্য৷

মহাসেনে ক্ষতিগ্রস্তদের দরকার স্থায়ী পুনর্বাসন – ঘূর্ণিঝড় ‘মহাসেন' চলে যাওয়ার পর এখন উপকূলজুড়ে ভেসে উঠছে ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন৷ এ সব এলাকার আশ্রয়হারা মানুষগুলোকে এখন পুনর্বাসন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে৷ অত্যন্ত সময় উপযোগী একটি প্রতিবেদন৷ আশা করছি প্রতিবেদনটি দেশের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের নজরে আসবে৷ ধন্যবাদ ডিডাব্লিউ তথ্যবহুল ও সময় উপযোগী প্রতিবেদনের জন্য৷

প্রিয় ডিডাব্লিউ, আপনাদের কাছে আমার একটি পুরস্কার পাওনা রয়েছে৷ আশা করছি যথাযথ ব্যবস্থা নেবেন৷ এস এম আনোয়ার কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জোনাল কার্যালয়, সিরাজগঞ্জ থেকে এই ই-মেলটি পাঠিয়েছেন৷

-যদি পাওনা থাকে অবশ্যই পাবেন৷

বাংলা ওয়েবসাইট এখন আগের চেয়েও তথ্য সমৃদ্ধ হচ্ছে৷ তাই সময় পেলেই এই ওয়েবসাইটটি দেখি ও পড়ি৷ পড়তে পড়তে যে কীভাবে সময় চলে যায় বুঝতেই পারিনা৷ প্রতিটি পাতার প্রতিটি প্রতিবেদনই ভালো লাগে৷ কৃতজ্ঞতা জানাই ডয়চে ভেলেকে৷ মো.জিয়াউদ্দিন, গুলশান, ঢাকা থেকে লিখেছেন এই ই-মেলটি৷

বিশ্বের দরবারে প্রযুক্তির উন্নয়ন ডয়চে ভেলে চরম উৎকর্ষ লাভ করেছে৷ আমার দীর্ঘদিনের শ্রোতাজীবনে ডয়চে ভেলে ওয়েবসাইট ফেসবুক স্যাটেলাইট টিভি খুবই তথ্যপূর্ণ৷ আমি নিয়মিত অনলাইন কুইজে অংশ নিতে চাই৷ অনেক ধন্যবাদ৷ ডা এস এম এ হান্নান, পাবনা বাংলাদেশ৷

###ACHTUNG NICHT FÜR CMS-FLASHGALERIEN### ** FILE ** In this Feb. 25, 2008 file photo the tower of a church is seen between the smoke billowing chimneys of the brown coal power plant Frimmersdorf near Duesseldorf, Germany. Leading industrial nations on Tuesday, July 8, 2008, endorsed halving world emissions of greenhouse gases by 2050, Japan's prime minister said, edging forward in the battle against global warming but stopping short of tough, nearer-term targets. (AP Photo/Frank Augstein)

গ্রিনহাউসের জন্য ইটিএফ ই নামের ফ্লুয়োরিন ভিত্তিক বিশেষ ধরণের প্লাস্টিক ফয়েল, বিভিন্ন ক্ষেত্রে এই ফয়েলের ব্যাবহারিক প্রয়োগ সম্বন্ধে আর্টিকেলটি পড়ে যা জানতে পারলাম, তা আমার কাছে একেবারেই নতুন৷ বিজ্ঞানের দুনিয়ায় প্রতিদিন যে কত ঘটনা, পরীক্ষা নিরীক্ষা ঘটে চলেছে, তা ভেবে অবাক লাগে৷ আমরা আর তার কতটুকুই বা জানি! সংযুক্ত আরব আমিরাতে জার্মান প্রযুক্তিতে তাপ নিরোধক প্যানেলের এর পরীক্ষানিরীক্ষা থেকে জার্মানির উন্নত প্রযুক্তির আর একটি দিক সম্বন্ধে ধারণা পেলাম৷ বিজ্ঞান বিষয় নিয়ে সব কয়টি লেখাই আমি মন দিয়ে পড়ে নিই৷ আমার সাথে সাথে আমার ছেলে মেয়েরাও খুবই উপকৃত হচ্ছে এই সব লেখা গুলো পড়ে ও জেনে৷ নমস্কার নেবেন৷ ইতি দীনেশ কুমার, গুল মোহর পার্ক, নতুন দিল্লি৷

-আপনার ছেলেমেয়েদেরও লিখতে বলবেন, জানাতে বলবেন ওদের নিজেদের মতামত৷ ওরা কি আমাদের ফেসবুক বন্ধু হয়েছে ?

আমার আন্তরিক প্রীতি আর নিরেট ভালোবাসা জানাচ্ছি৷ প্রতিদিন আপনাদের ওয়েবসাইট দেখছি৷ সত্যই যতই দেখছি ততই অবাক হচ্ছি কারণ আমার সকল চাওয়া পাওয়া বাস্তবে পরিণত হচ্ছে৷ আরো ভালো লাগছে আপনাদের চমৎকার উপস্থাপনা দৃষ্টি নন্দন ওয়েব পেজ৷ আমি ভীষণ খুশি আপনাদের সমস্ত জানাচ্ছি৷ প্রতিদিন, সাখাওয়াত হোসেন বিদ্যুৎ আন্দুলবাড়ীয়া, খড়িখালী, ঝিনাইদহ৷

-অনেক অনেক ধন্যবাদ সবাইকে মতামত জানানোর জন্য৷ এভাবেই সব সময় ডয়চে ভেলের সাথে থাকবেন, আশা করছি৷

সংকলন: নরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন