1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছায়াপথে পৃথিবীর আকারের আরো অনেক গ্রহ

৩০ অক্টোবর ২০১০

ছায়াপথে থাকা সূর্যের সমান বিশাল আকারের চারটি নক্ষত্রের একটিতে পৃথিবীর আকারের আরো অনেক গ্রহ রয়েছে৷ আর এমন গ্রহ থাকলে সেগুলোতে আমাদের মতোই মানুষ থাকার সম্ভাবনাও অনেক বেশি, যা হয়তো আগে ভাবাই যেতো না৷

https://p.dw.com/p/Pubt
ছায়াপথ, পৃথিবী, গ্রহ, Planet, Earth, Science, Galaxy, Milky, Way
ছায়াপথে পাওয়া গেছে এমনি আরো অনেক গ্রহছবি: AP

জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণার ফলাফলে প্রকাশ করা হলো আরো পৃথিবী এবং সেখানে মানুষের অস্তিত্ব নিয়ে এমন সম্ভাবনার কথা৷ শুক্রবার ‘সায়েন্স' নামক সাময়িকীতে প্রকাশ করা হলো এই ফলাফল৷ মার্কিন মহাকাশ সংস্থা নাসা'র অর্থায়নে গবেষণাটি পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা৷ গবেষক দলের অন্যতম সদস্য জিওফ মার্সি বলেন, ‘‘আমাদের ছায়াপথে রয়েছে প্রায় ২০০ বিলিয়ন নক্ষত্র৷ এছাড়া পৃথিবীর সমান আয়তনের কমপক্ষে ৪৬ বিলিয়ন গ্রহও রয়েছে সেখানে৷ আর এই সংখ্যার মধ্যে সেই গ্রহগুলো অন্তর্ভুক্ত নয়, যেগুলো তাদের নক্ষত্র থেকে অনেক দূর দিয়ে নিজ কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে৷''

বিজ্ঞানীরা হাওয়াই এর ডাব্লিউএম কেক মানমন্দির থেকে এই গবেষণা চালান৷ তাঁরা আমাদের সৌর জগতের কাছাকাছি অবস্থানে থাকা সূর্যের মতো ১৬৬টি নক্ষত্র পর্যবেক্ষণ করেন৷ সেগুলোতে খুঁজে পান পৃথিবীর আয়তনের চেয়ে তিন থেকে এক হাজার গুণ বড় কয়েক কোটি গ্রহ৷ তবে শুধু বড় আকারের গ্রহই নয়, এতে দেখা গেছে আরো অনেক ছোট ছোট গ্রহও৷

গবেষক দলের প্রধান অ্যান্ড্রু হাওয়ার্ড বলেন, ‘‘আমাদের ছায়াপথে থাকা পৃথিবীর সমান আয়তনের গ্রহগুলো সৈকতে ছড়িয়ে থাকা বালুর কণার মতো হয়ে রয়েছে৷ সেগুলো প্রায় সর্বত্রই ছড়িয়ে রয়েছে৷'' গবেষকরা এখন মনে করছেন যে, ছায়াপথে হয়তো এমন অনেক গ্রহও রয়েছে যেগুলোতে পৃথিবীর মতো প্রাণের অস্তিত্ব বিরাজ করছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান