‘জার্মানিতে দক্ষ কর্মীর অভাব’ | পাঠক ভাবনা | DW | 07.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘জার্মানিতে দক্ষ কর্মীর অভাব’

পুরানো দিল্লির জামে মসজিদের মোহাম্মদ গিয়াসের চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ ভারতে এ যুগেও যে দুষিত রক্ত বের করে চিকিৎসা করা হয়, সে সম্পর্কে প্রতিবেদনটি পড়লাম৷

মানুষ বিশ্বাস আর ভক্তি সহকারে গিয়ে চিকিৎসা নিচ্ছে, উপকার পাচ্ছে, এটা বিস্ময়ের ব্যাপার বৈকি! তবে শুধু ভারত নয়, আমাদের দেশেও এখন এমন কিছু আধ্যাত্মিক চিকিৎসক আছেন যাঁদের কাছে মানুষ অহরহ ভিড় করেন৷

এছাড়া হফহাইমে বাহাই, পোপকে খেলা দেখাবে আর্জেন্টিনা-ইটালিসহ আরো অনেক লেখা পড়লাম এবং ছবি দেখলাম৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ বিধান চন্দ্র টিকাদার, ঢাকা থেকে পাঠিয়েছেন এই ই-মেলটি৷

ওয়েবসাইটের বিজ্ঞান পরিবেশ বিভাগে ‘অন্বেষণ'-এর ভিডিও লিঙ্ক খুলে দেখে নিলাম ১৬তম পর্বের আয়োজন, যেখানে পর পর পরিবেশিত হলো বিজ্ঞান প্রযুক্তি জগতের গবেষণা এবং নতুন উদ্ভাবন সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য৷ বিজ্ঞানের ছাত্র না হয়েও বুঝতে কোনো অসুবিধা হলো না ‘রেয়ার আর্থ' বা দুর্লভ ধাতু সম্পর্কে৷ জানতে পারলাম যে জার্মানিতে রয়েছে ইউরোপের বৃহত্তম ‘রেয়ার আর্থ'-এর বিশাল ভাণ্ডার৷ ছোট বয়সেই বৈজ্ঞানিক প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে ‘তরুণ গবেষক' প্রতিযোগিতার আয়োজন, প্রাকৃতিক উত্সকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উত্পাদনে ব্রাজিলের নানা পদক্ষেপ, মানুষের মতো পশুদের জন্যও কন্টাক্ট লেন্স এবং নিকোলা উশনির ক্যালিগ্রাফির জগত নিয়ে বিস্তারিত পরিবেশনা থেকে নতুন নতুন তথ্য পেয়ে খুবই ভালো লাগলো৷ প্রতি সপ্তাহে অন্বেষণ-এর নতুন নতুন চমক থেকে কিছু জানার জন্য আমরা যে অধীর আগ্রহে অপেক্ষায় থাকি৷

জার্মানিতে অবস্থানরত তুর্কি জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে কমিয়ে আনার তৎকালীন জার্মান চ্যান্সেলর হেলমুট কোলের গোপন পরিকল্পনার কথা সম্পর্কে আগে জানা ছিল না৷ অবাক হয়ে গেলাম জেনে যে, জার্মানিতে দক্ষ কর্মীর অভাব, তাই নানা পেশাগত ক্ষেত্রে বিদেশ থেকে বিশেষজ্ঞ কর্মী আনার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে৷

জার্মানরা কিভাবে ছুটি উপভোগ করতে পছন্দ করেন – এই বিষয় নিয়ে তুলে ধরা ১১টি ছবির সমীক্ষা ভিত্তিক তথ্য সমৃদ্ধ উপস্থাপনাটি ছিল অনবদ্য৷ এছাড়া ওয়েবসাইটের প্রতিটি বিষয়ের ওপর পরিবেশিত প্রতিবেদনগুলো প্রতিদিনের অভ্যাস মতো আগ্রহ নিয়ে পড়ে নিলাম৷ এভাবেই আমি সব সময় ডয়চে ভেলের পাশে আছি৷ শুভেচ্ছা রইলো, সুভাষ চক্রবর্তী নতুন দিল্লি থেকে জানিয়েছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন