টিভি অনুষ্ঠান অন্বেষণে থাকে অনেক তথ্য | পাঠক ভাবনা | DW | 31.01.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

টিভি অনুষ্ঠান অন্বেষণে থাকে অনেক তথ্য

অন্বেষণ নিয়মিত দেখছি৷ এ অনুষ্ঠানটি ছোট আঙ্গিকের হলেও অনেক তথ্য জানতে পারি৷ এছাড়াও ‘ফেসবুক' এবং ‘পাঠাক ভাবনা'-তে তো আছিই৷ ধাঁধা বিজয়ীদের অভিনন্দন জানাই৷ দেরিতে হলেও রেজাল্ট প্রকাশ করায় ধন্যবাদ৷

এ কথা জানিয়েছেন বন্ধু হান্নান৷ তিনি আরো লিখেছেন, রেডিও ভেরিতাস এশিয়ার শ্রোতা সম্মেলন হবে রাজশাহীতে৷ আমাদের শ্রোতা ক্লাবের বেশ কয়েকজন মিলে মাইক্রো গাড়িতে ব্যানার সাজিয়ে শ্রোতা সম্মেলনে যোগ দিয়ে দূর-দুরান্তের শ্রোতাদের সাথে সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তুলবো৷ ডা. এস এম এ হান্নান, হরিপুর, পাবনা৷

অসীম অনন্ত মহাকাশ সম্পর্কে মানুষের আগ্রহ, কৌতূহল বহুদিনের৷ অন্বেষণের ৩৯তম পর্বের আয়োজনে জার্মানির এফেল্সব্যার্গ-এর রেডিও টেলিস্কোপ সহ মহাকাশের নানা কথা নিয়ে পরিবেশনাটি ছিল অসাধারণ৷ যেখানে পেয়ে গেলাম পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, মহাকাশের ব্ল্যাক হোল ও মঙ্গলগ্রহের রহস্য, মহাশূন্যে প্রাণের সন্ধান এবং অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে অনেক তথ্য৷ এ কথা আর বলার অপেক্ষা রাখে না যে বিজ্ঞানীদের কাছে জার্মানি এক আদর্শ জায়গা৷ অনেক অনেক শুভেচ্ছা রইলো সকলের জন্য৷ নতুন দিল্লি থেকে সুভাষ চক্রবর্তী এভাবেই লিখেছেন তাঁর ই-মেলটিতে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন