ডিডাব্লিউ থেকে সর্বশেষ আপডেট পাচ্ছি | পাঠক ভাবনা | DW | 05.11.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডিডাব্লিউ থেকে সর্বশেষ আপডেট পাচ্ছি

ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে প্রতি মুহূর্তে চলমান বিশ্বের সর্বশেষ খবর পাচ্ছেন বলে জানিয়েছেন চট্রগ্রাম থেকে পুরনো বন্ধু ডা. অসিত কুমার দাশ মিনটু৷ বিশেষ করে, বাংলাদেশের চলমান ঘটনাবলী সম্পর্কে৷

চট্টগ্রাম থেকে গতকাল এই বন্ধু আমাদের কাছে টেলিফোনও করেছিলেন৷ ডয়চে ভেলে থেকে বাংলা ভাষায় রেডিও অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার দুঃখ এখনও তিনি ভুলতে পারছেন না, সে কথাই বললেন তিনি৷

৩০ কিমি ওপর থেকে পৃথিবীকে দেখতে চান? এই প্রতিবেদনটি পড়ে ৭৫ হাজার ডলার কাছে না থাকলেও কিছু জানবার আগ্রহ প্রকাশ করলাম৷ প্রথম কথা হলো, মহাশূন্য আধার বেষ্টিত না থাকায় বেলুনটি কি ভাসমান অবস্থায় বিচরণ করবে? যাবার সময় দু'ঘণ্টা লাগবে আর ফেরার সময়ে ৩০/৪০ মিনিটের ফিরে আসবে, সময়ের এত তফাৎ কেন বোঝা গেল না৷ তারপর এই দেড়-দু'ঘণ্টার মধ্যে সারা পৃথিবীকে কি এক পলকে দেখ যাবে? জানালে বাধিত হব৷ সুহৃৎ বন্দ্যেপাধ্যায়, বর্ধমান থেকে এই ই-মেলটি পাঠিয়েছেন৷

- বন্ধু সুহৃৎ বন্দ্যেপাধ্যায়, প্রতিবেদনটি ভাল করলে পড়লেই উত্তরগুলো পেয়ে যাবেন৷ আরও ভাল হয় যদি আপনি একটি ভিডিওটি দেখেন, যেটা প্রতিবেদনের সঙ্গেই জুড়ে দেয়া হয়েছে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন