‘তালেবান জঙ্গিরা নিকৃষ্ট মানুষ’ | পাঠক ভাবনা | DW | 29.11.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘তালেবান জঙ্গিরা নিকৃষ্ট মানুষ’

আপনাদের খেলাধুলার পাতা পড়ে জানতে পারলাম যে, তালেবান জঙ্গিরা ক্রিকেটের ঈশ্বর শচীনের প্রশংসা করতে নিষেধ করেছে৷ আসলে তারা যে কত নিকৃষ্ট মানুষ, তা তাদের কথা-বার্তাতেই বোঝা যায়৷

আমার মতো শচীন ভক্তদের সকলেরই উচিত এই নিকৃষ্ট মানুষদের এড়িয়ে চলা এবং শচীন অনুসারী হওয়া৷ এভাবেই লিখেছেন রাজীব মন্ডল, শাওন ডিএক্স কর্নার, নাটোর, বাংলাদেশ থেকে৷ তিনি আরো লিখেছেন, ‘‘জার্মান রাষ্ট্রদূতের সাথে আমরাও একাত্ম বোধ করছি এবং বলছি, বিএনপির পাঁচ নেতাকে ছেড়ে দেয়া হোক৷ এটি অবশ্যই একটি যুক্তিসঙ্গত এবং সঠিক দাবি৷''

‘ইসলাম বিদ্বেষ সম্পর্কে বহু খবরই প্রকাশ পায় না' – এই প্রতিবেদনটি পড়ে বগুড়া, বাংলাদেশ থেকে বন্ধু সাগরিকা রায় লিখেছেন, ‘‘আপনাদের সাইটে মুসলিম বিদ্বেষ নিয়ে খুব দরদ দেখছি৷ কিন্তু বাংলাদেশে প্রতিদিন যে হিন্দু বিদ্বেষ চোখে পড়ে – তা নিয়ে কোনো খবর নেই৷ এর কারণ কি? পেট্রো ডলার? আপনারা একটি জরিপ করছেন না কেন? আমি নিশ্চিত যে প্রত্যেক হিন্দু তাঁদের জীবনে ঘটে যাওয়া ইসলামি আক্রমণের কথা বলবে৷ আমি আপনাকে নিশ্চিত করতে পারি, বাংলাদেশের প্রত্যেক হিন্দুর জীবনে হিন্দু বিদ্বেষী মন্তব্যের জালে শিকার হওয়ার ঘটনা আছে৷''

ডয়চে ভেলের বাংলা বিভাগ, জার্মানির বৃহত্তম দুটি দল যে গুরুত্বপূর্ণ ইস্যুতে আলাপ-আলোচনার মধ্য দিয়ে মহাজোট সরকার গঠনে ঐক্যমতে পৌঁছালেন, তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণমূলক পরিবেশনার অনুরোধ করেছিলাম৷ কিছুক্ষণ আগে ‘যেসব বিষয়ে সমঝোতার পর জার্মানিতে জোট' শীর্ষক ছবিঘরে ১০টি তথ্যসহ উপস্থাপনা থেকে মহাজোট গঠনের প্রেক্ষাপট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে গেলাম৷ খুব ভালো লাগলো৷ ঠিক এভাবেই লিখেছেন নতুন দিল্লি, ভারত থেকে বন্ধু সুভাষ চক্রবর্তী৷

সংকলন: দেবারতি গুহ

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন