নির্বাচন নিয়ে তথ্যগুলো ভালো লাগলো | পাঠক ভাবনা | DW | 09.01.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নির্বাচন নিয়ে তথ্যগুলো ভালো লাগলো

ওয়েবসাইটে প্রতিদিনই বিষয়ভিত্তিক আয়োজন নিয়ে প্রতিবেদনগুলো পড়ে নিচ্ছি৷ রাজনীতির অঙ্গনে বাংলাদেশের দশম জাতীয় নির্বাচনের পূর্ববর্তী ও নির্বাচন-পরবর্তী প্রতিটি পরিবেশনা থেকে সেখানকার বাস্তব চিত্র সম্পর্কে অবহিত হতে পেরেছি৷

বাংলাদেশের নির্বাচন নিয়ে ডয়চে ভেলের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাসের সংবাদভাষ্য থেকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পাওয়া গেল৷ এছাড়া, শুমাখারের অবস্থার ‘কিছুটা উন্নতি' হয়েছে খবরটি শুনে সকলের প্রাণে একটু হলেও আশার সঞ্চার হলো৷ একই সাথে জার্মান চ্যান্সেলরের বর্তমান অবস্থা তুলে ধরে প্রতিবেদনটিও ভালো করে পড়ে নিলাম৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে লিখেছেন৷

আমাদের কুমিল্লার পুরনো বন্ধু মো. সোহাগ বেপারী সম্প্রতি বিয়ে করেছেন আর সে খবরই তিনি তাঁর এই ই-মেলে আমাদের জানিয়েছেন৷ তাঁর স্ত্রীর নাম ঝুমুর আক্তার৷ তাঁরা আমাদের দোয়া চেয়েছেন৷

- ‘নব দম্পতি'-কে জানাই আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন৷ আপনাদের জীবন সুখের হোক, মধুর হোক – এটাই একান্ত কামনা৷ আর ভাই সোহাগ বেপারীকে বলছি, ডয়চে ভেলের ওয়েবসাইট এবং ফেসবুকের সাথে আপনার স্ত্রীকে ভালোভাবে পরিচয় করিয়ে দিন৷ ঝুমুরকে আমরা ফেসবুকে পেতে চাই , জানতে চাই তাঁর মতামতও৷

পরের ই-মেলটি লিখেছেন আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে নাঈমুর রহমান৷ বিএসসি পরীক্ষার পড়শোনার চাপের কারণে অনেকদিন আমাদের কাছে লিখতে পারেননি বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন৷ আর সবশেষে আমাদের সকলকে টাটকা সরিষা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷

- অসুবিধা নেই ভাই নাঈমুর৷ পরীক্ষা শেষ হলে আবার লেখা শুরু করবেন আশাকরি৷ পরীক্ষায় ভালো ফল করে জীবনে সফল হন, এটাই আমাদের কামনা৷ আপনিসহ সবাইকেই জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা৷ সবার কাছ থেকে মতামত প্রত্যাশা করছি৷ লিখবেন কিন্তু!

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন