নিয়মিত ডিডাব্লিউর সাথে আছি | পাঠক ভাবনা | DW | 15.11.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নিয়মিত ডিডাব্লিউর সাথে আছি

‘পাঠক ভাবনা' পাতার জন্য না লিখলেও প্রতিদিনই ওয়েবসাইট দেখেন, প্রতিবেদনগুলো পড়েন এবং ফেসবুকের মাধ্যমেও ডয়চে ভেলের সাথে জড়িয়ে আছেন পুরোনো বন্ধু সুভাষ চক্রবর্তী৷

তিনি লিখেছেন, ফিলিপাইনের সাম্প্রতিক শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হাইয়ান' নিয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে ঝড়ের ভয়াবহতা সম্পর্কে অবগত হতে পেরেছি৷

তিনি আরো জানিয়েছেন, ‘জার্মানি ইউরোপ' পাতাটিতে মন্দা কাটিয়ে ইউরোপের আর্থিক পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জার্মানি ও ফ্রান্সের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম৷ আরও জানতে পারলাম বাড়ি ভাড়া পাওয়ার ক্ষেত্রে বিদেশি-বহিরাগতদের সম্পর্কে বাড়ির মালিকদের প্রচলিত জাতিগত বৈষম্যমূলক ধারণা সম্পর্কে অজানা তথ্য৷

জার্মানিতে অভিবাসীদের জার্মান ভাষা শেখায় জার্মান সরকারের উৎসাহ দেওয়ার খবরটি খুবই ভালো লাগলো৷ সুভাষ চক্রবর্তী মনে করেন, এর ফলে অভিবাসীরা জার্মানিতে চাকরি পাবার ক্ষেত্রে যেমন সুবিধা পাবে তেমনি জার্মান সমাজের সাথে একাত্ম হয়ে সমাজে মিলেমিশে ভালভাবে জীবনযাপন করতে পারবে৷

রাইনল্যান্ডে কার্নেভাল শুরু নিয়ে ছবিঘর বেশ ভালো লাগলো৷ কিন্তু একই বিষয়ের ওপর ছবিঘর ‘বিজ্ঞান পরিবেশ' ও ‘সমাজ সংস্কৃতি'র পাতায় দেওয়া হয়েছে কেন?

আজ তো বিশ্ব ডায়াবেটিস দিবস৷ ডায়াবেটিসের নানান উপসর্গ, ডায়াবেটিস নির্ণয় এবং সুস্থ জীবনশৈলীর মাধ্যমে আমরা কিভাবে এই মারণ ব্যাধিকে প্রতিরোধ করতে পারি, এই সম্পর্কে বিস্তারিত পরিবেশনার অনুরোধ রইলো৷ সবশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷

-ধন্যবাদ ভাই সুভাষ চক্রবর্তী বিস্তারিতভাবে মতামত জানানোর জন্য৷ অন্য বন্ধুদের কাছ থেকেও মতামত প্রত্যাশা করছি আমরা৷ সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন