‘বিজ্ঞান পরিবেশ' বিষয়ক পাতা | পাঠক ভাবনা | DW | 16.05.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বিজ্ঞান পরিবেশ' বিষয়ক পাতা

জলিরপার, গোপালগঞ্জ থেকে বন্ধু বিধান চন্দ্র টিকাদার লিখেছেন, ওয়েবসাইটের ‘বিজ্ঞান পরিবেশ' পাতায় অনেকগুলি ভালো লেখা পেলাম৷ যার মধ্যে উল্লেখযোগ্য ‘গুটি বসন্তের জ্যান্ত ভাইরাস ধ্বংসের সময় আসন্ন' প্রতিবেদনটি৷

‘প্রতারক ফিঙে' , ‘১৪ প্রজাতির নাচুনে ব্যাঙের সন্ধান', ‘কলাচাষে জাতিসংঘের সতর্ক সংকেত' ইত্যাদি প্রতিবেদনগুলিও দারুণ৷ এছাড়া বিধান চন্দ্র টিকাদার কয়েকজন পুরনো বন্ধুর সাথে দেখা করেছেন এবং তাঁদের সাথে তোলা ছবিগুলোও পাঠায়েছেন আমাদের কাছে৷

হঠাত্‍ করেই চোখ পড়লো ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটের ফেসবুকে ‘সাগর রুনি হত্যা' নিয়ে সাজানো এক পরিপূর্ণ ছবি ঘরে৷ বিস্তারিত তথ্য প্রতিবেদন সহ ছবিগুলো পেয়ে বেশ ভালোই লাগলো৷ কিন্তু দুঃখের বিষয় ডয়চে ভেলে বাংলার রেডিও অনুষ্ঠান মারফত চিরচেনা কণ্ঠ ‘‘আপনাদের সঙ্গে আছি আমি সাগর সরোয়ার'' – সেই সাগর ভাই ও তাঁর সহধর্মিনী রুনির হত্যাকাণ্ডের বিচার আজও সরকার দিতে ব্যর্থ! কিন্তু কেন?

এখনো তো সেই সরকার ব্যবস্থাপনায়ই রয়েছে এ দেশে৷ আর কতকাল অপেক্ষায় থাকতে হবে? আমরা ব্যথিত৷ পরিশেষে ডয়চে ভেলে বাংলা বিভাগের কাছে আমার বিনীত অনুরোধ, সাগর রুনির একমাত্র পুত্র ‘মেঘ'-এর বর্তমান অবস্থা জানাবেন৷ রাজীব কুমার মন্ডল, নাটোর৷

পরের ই-মেলটি পাঠিয়েছেন নতুন দিল্লি থেকে সুভাষ চক্রবর্তী৷ তিনি লিখেছেন, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির ‘জাবুলানি' বল নিয়ে অনেক সমালোচনা ও বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল৷ সেই পরিপ্রেক্ষিতে এবারের ‘ব্রাজুকা' বল নিয়েও কি কোনো সমালোচনা শোনা গেছে? এবারের বিশ্বকাপের এই ‘ব্রাজুকা' বলের বিশেষত্ব নিয়ে একটি পরিবেশনার অনুরোধ রইলো৷

এছাড়া ‘কিশোর-কিশোরীদের মৃত্যুর বড় কারণ বিষণ্ণতা' নিয়ে স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য জেনে খুবই উপকৃত হলাম৷ এভাবেই লিখেছেন আমাদের নিয়মিত বন্ধু সুভাষ চক্রবর্তী৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন