ভালো লাগে ডয়চে ভেলের সবকিছু | পাঠক ভাবনা | DW | 23.10.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ভালো লাগে ডয়চে ভেলের সবকিছু

আজ নতুন দিল্লিতে কাজে যোগ দিয়ে অনেকদিন পর খুলে বসলাম বাংলা ওয়েবসাইট৷ পড়ে নিলাম ওয়েবসাইটের প্রিয় ‘জার্মানি ইউরোপ' পাতাটি৷ জানলাম জার্মান অর্থনীতির সাফল্যের চাবিকাঠি ‘জার্মান মডেল' সম্পর্কে৷

জার্মানিতে আগামী সরকার গঠনের সম্ভাবনা ও জার্মানিতে কার্যনির্বাহী সরকারের ক্ষমতা সম্পর্কে৷ অন্যান্য পাতার প্রতিবেদনগুলোর দিকে এখনো নজর দেবার সময় পাইনি৷ সময় করে সবই পড়ে নেব৷ শুভেচ্ছা সহ, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে বেশ অনেকদিন পর এই ইমেলটি পাঠিয়েছেন৷

-এখন থেকে আবার নিয়মিত আপনার মেল পাবো বলে অপেক্ষায় থাকলাম কিন্তু!

শুভেচ্ছা নেবেন৷ ডয়চে ভেলের অন্বেষণ নিয়মিতভাবে ওয়েবসাইটে ও টিভিতে দেখছি৷ পরিবেশের উপর বিভিন্ন তথ্যমূলক ধারাবাহিক এ অনুষ্ঠান দর্শকদের মাঝে সাড়া জাগিয়েছে৷ অন্বেষণ শিরোনাম যথার্থই হয়েছে বলে আমরা মনে করি৷ আমাদের কিছু প্রস্তাব গ্রহণ করা হবে কি? ডা.এস এম এ হান্নান, হরিপুর, পাবনা থেকে৷

-প্রস্তাব পাঠিয়েই দেখুন না! গ্রহণ করা হবে কিনা সেটা তো পরের কথা৷

আমি প্রতিদিন ডয়চে ভেলের ওয়েবসাইট ভিজিট করি৷ কোনোদিন না করতে পারলে সেদিন খুব মন খারাপ লাগে৷ ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে নানা তথ্য পেয়ে থাকি৷ জানতে পারলাম সহসা চাকরি থেকে অবসর নিলে অসুস্থ হবার সম্ভাবনা থাকে৷ আমি চাকরি করি তাই সময়ের অভাবে প্রতিদিন লিখতে পারিনা৷ তবুও অনুরোধ, দয়া করে ‘পাঠক ভাবনা' পাতাটি বন্ধ করবেন না৷ ডা. অসিত কুমার দাস মিন্টু, চট্টগ্রাম৷

- পাঠক ভাবনা পাতাটি বন্ধ করা হচ্ছেনা, তবে এই পাতার জন্য চাই আরো বেশি বেশি আপনাদের মতামত, তা না হলে চলবে কি দিয়ে বলুন! লেখার জন্য ধন্যবাদ সবাইকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক